বিকেলে আ. লীগের ‘মুক্তিযোদ্ধা হত্যা দিবস’র আলোচনা সভা
ডেস্ক রিপোর্ট: দিনব্যাপী আ. লীগের অবরোধ বিরোধী মিছিল-সমাবেশ
বিএনপি জামায়াতের ডাকা টানা অবৈধ অবরোধ রুখে দিতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এর উদ্যোগে ২৬ টি থানা, ৬৪ টি ওয়ার্ড ও ১টি ইউনিয়নে দিনব্যাপি শান্তি সমাবেশ ও মিছিল হয়েছে।
সোমবার (৬ নভেম্বর) দিনব্যাপী ঢাকা উত্তরের বিভিন্ন থানা ও ওয়ার্ডে এসব শান্তি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
এই সকল কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি উপস্থিত ছিলেন।
সমাবেশে শেখ বজলুর রহমান বলেন, যারা অবৈধ অবরোধ দিয়েছে তারা নিজেরাই এখন অবরুদ্ধ হয়ে পড়েছে। রাজপথ ছেড়ে অলি-গলিতে তারা ভিড় জমাচ্ছে। তাদের রাজপথে দেখা যাচ্ছে না।
এস এম মান্নান কচি বলেন, বিএনপি যতই কাদুক ও অরাজকতা তৈরি করুক, নির্বাচন সময় মতো অনুষ্ঠিত হবে। জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আনবো।
ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত অবরোধ বিরোধী মিছিল ও সমাবেশগুলো মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, টাউন হল, ধানমন্ডি ২৭, আসাদ গেইট, শ্যামলী, আগারগাও, ৬০ ফিট, সূচনা, শ্যামলী ক্লাব, ঢাকা উদ্যান, মিরপুর, দারুসসালাম, শাহআলী, পল্লবী, রূপনগর, উত্তরা, আমিন কমপ্লেক্স, আব্দুলাহ পুর, বাড্ডা, গুলশান, বনানী ও তেঁজগাও সহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, এম সাইফুল্লাহ, মো. হাবিব হাসান এমপি, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রলয় সমদ্দার বাপ্পি, আজিজুল হক রানা, আব্দুস সাত্তার, এম এ মান্নান মিজানুর রহমান মিজান, এ বি এম মাজাহারুল আনাম, আমিনুল ইসলাম আমিন, মিজানুল ইসলাম মিজু, জাহাঙ্গীর আলম মজনু, সাবিনা আক্তার তুহিন, সরোয়ার আলম, আবু ইলিয়াস রব্বানি লিখন ও সাইফুদ্দিন টিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।