খেলার খবর

ভুলগুলো উপলব্ধি করবে ক্রিকেটাররা, বিশ্বাস লিপুর

ডেস্ক রিপোর্ট: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তাও নিজেদের মাটিতে। যেখানে স্বাভাবিকভাবেই জয় প্রত্যাশা করেছিল বাংলাদেশি সমর্থকরা। তবে সিরিজ শেষে দেখা গেছে তার উল্টো চিত্র। সফরকারী লঙ্কানদের বিপক্ষে পাত্তাই পায়নি বাংলাদেশ। হেরেছে ৩২৮ ও ১৯২ রানের বিশাল ব্যবধানে।

আর এই দুই টেস্টের চার ইনিংসেই ব্যাটারদের আউট হওয়ার ধরণ ছিল প্রশ্নবিদ্ধ। বোলাররা সুযোগ তৈরি করলেও দুই টেস্টে মোট ১১টি ক্যাচ ছেড়েছে বাংলাদেশ। সুযোগ করে দিয়েছে প্রতিপক্ষের ব্যাটারদের বড় ইনিংস খেলার। যার দায় চুকাতে হয়েছে ম্যাচ হেরে। লঙ্কানদের বিপক্ষে ভুলেভরা একটা সিরিজ শেষে উপলব্ধি হবে ক্রিকেটারদের, তেমন বিশ্বাসের কথায় সাংবাদিকদের জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

লঙ্কানদের বিপক্ষে টেস্টে এমন ভরাডুবির পর প্রশ্ন উঠেছিল ক্রিকেটারদের প্রস্তুতি নিয়ে। যা নিয়ে লিপু বলেন, ‘খেলোয়াড়দের পক্ষ থেকে তারা প্রথম শ্রেণীর ক্রিকেটের প্রতি আলোকপাত করেছেন। সঙ্গে প্রস্তুতির ব্যাপারটাও চলে আসে। ক্যালেন্ডার দেখলে আপনি বুঝতে পারবেন যে একেকটা ফরম্যাটের আগে প্রস্তুতির জন্য যথেষ্ট সময় থাকে না আগের মতো। তবে মাঝখানে পাকিস্তান সফরের আগে আমাদের মনে হয় বিশ্বকাপের পরে একটা রিকভারি টাইম থাকবে খেলোয়াড়দের জন্য, সঙ্গে প্রস্তুতির জন্য, কোচরা যে ভুল ধরেছেন, তা শোধরানোর জন্য এবং ডিস্কমফোর্ট জোনের বিষয়গুলোও আমাদের ব্যাটাররা জানেন, সেগুলো রিপেয়ার করার মতো সময়ও তারা পাবেন।’

ব্যাটারদের আউট হওয়া নিয়ে সিরিজ জুড়েই হয়েছে নানা প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর দিতে হয়েছে লিপুকেও। তিনি বলেন, ‘আমাদের ব্যাটারদের আউট হওয়ার ধরনগুলো ভালো ছিল না। সেটল করার আগে কেউ আউট হয়েছেন, যে বলগুলো তারা ছেড়েও দিতে পারতেন, তাদের অফ স্টাম্প কোথায় আছে সেটা জানলে হতো বলগুলো তারা তাড়া করতেন না। প্রথম বলেই কেউ কেউ চালিয়ে দিয়েছেন। ব্যাটসম্যানদের টেস্ট মেজাজে ব্যাট করায় অনেক ত্রুটি দেখছি। বোলাররা অ্যাঙ্গেল ক্রিয়েট করে বারবার আমাদের পরাস্ত করছেন, এটা এই সিরিজেই প্রথম হয়নি, আমার মনে হয় এটা রিপিটেশন হয়েছে। এটাকে সিরিয়াসলি নেওয়া উচিত। যে গর্তটা তৈরি হয়েছে, তা ঢেকে দেওয়া উচিত। তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ যারা তত্ত্বাবধায়ক আছেন, তারা তত্ত্বাবধান করবেন; আমাদের বিষয়টায় আলোকপাত করব, যারা অ্যানালিস্ট আছেন, তারা ড্রপবক্সে তাদের পৌঁছে দিবেন, কোথায় কোথায় তাদের দুর্বলতা ছিল।’

দুই টেস্টেই বোলারা বেশ চাপে রেখেছিলেন লঙ্কান ব্যাটারদের। দ্রুত উইকেটও পেয়েছে বাংলাদেশ। তবে ফিল্ডারদের ভুলে তা পুরোপুরি কাজে লাগাতে পারেনি দল। এক ক্যাচ তিন জনে মিলেও ধরতে পারেনি। আবার এক বাউন্ডারি বাঁচাতে গিয়ে ৫ ফিল্ডার বলের পেছনে ছুটেছেন। এমন হাস্যকর কাণ্ড করেছে বাংলাদেশি ফিল্ডাররা যা নিয়ে হাস্যরস হয়েছে বিদেশি গণমাধ্যমেও।

এ নিয়ে লিপু অবশ্য বলছেন এবার উপলব্ধি হবে ক্রিকেটারদের। বলেন, ‘আমাদের বোলারদের কৃতিত্বটা আমার মনে হয় আরও উজ্জ্বল হতো, আমাদের ব্যাটিং আর ফিল্ডিংয়ের সমস্যার কারণে সেটা কিছুটা ঢাকা পড়ে গেছে। তাদের অনুপ্রাণিত করতে আমার মনে হয় ব্যাটাররা এগিয়ে আসবেন। ফিল্ডিংয়ের যে সাপোর্টটা দরকার, আমার মনে হয় সিলেটে কামিন্দু মেন্ডিসের ওই ক্যাচটি, চট্টগ্রামে পর্যায়ক্রমে অনেকগুলো ক্যাচ পড়েছে, সেগুলো থেকে আমার বিশ্বাস তাদের উপলব্ধি আসবে। স্লিপে স্পেশালাইজেশন আরও কতখানি দরকার, আরও কত উন্নতি দরকার, তার একটা উপলব্ধি প্রত্যেকের হয়েছে, তার জন্য কতটা মাসুল দিতে হয়েছে, তা দর্শকরা দেখেছেন, খেলোয়াড়রাও উপলব্ধি না করার কোনো কারণ আমি দেখি না।’

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *