আন্তর্জাতিক

জাতীয় ক্রীড়া দিবস শনিবার

ডেস্ক রিপোর্ট: ৬ এপ্রিল, শনিবার জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। প্রতি বছরের ন্যায় এবারও যা পালন করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিশেষ এই দিনটিকে সামনে রেখে নানা কর্মসূচিও হাতে নিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। এবারের জাতীয় ক্রীড়া দিবস-২০২৪ এর মূল প্রতিপাদ্য ‘ক্রীড়াঙ্গনের উন্নয়ন, শেখ হাসিনার দর্শন।’

দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার সকাল ১০টায় শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং সকাল ১০.৩০ এ বর্ণাঢ্য এক রেলির আয়োজন করা হয়েছে। রেলি শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স, পুরানা পল্টন, ঢাকা থেকে শুরু করে হাইকোর্ট /শিক্ষা ভবন হয়ে জাতীয় ক্রীড়া পরিষদে শেষ হবে।

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে দেশের সকল ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, ক্রীড়া সাংবাদিক, প্রশিক্ষক, কর্মকর্তাসহ ক্রীড়ার সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান এমপি।

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৪ উপলক্ষে দেওয়া এক বাণীতে যুব ও ক্রীড়া মন্ত্রী বলেন, ‘জাতীয় ক্রীড়া দিবস এর যে প্রতিপাদ্যটি (ক্রীড়াঙ্গনের উন্নয়ন, শেখ হাসিনার দর্শন) নির্বাচন করা হয়েছে তা অত্যন্ত প্রাসঙ্গিক কারণ ক্রীড়াঙ্গনের যত বড় বড় অর্জন সবই শুভ সূচনা হয়েছে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। ১৯৯৬ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে ক্রীড়াঙ্গনে বৈপ্লবিক পরিবর্তনের শুভ সূচনা করেন। ক্রীড়া অনুরাগী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, অর্জন করে টেস্ট খেলার বিরল মর্যাদা।’

পাপন আরও বলেন, ‘মুজিববর্ষে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়া, ভারত নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো শক্তিশালী দলগুলোর বিপক্ষে হেসে খেলে জয়লাভ করছে। নেপালে অনুষ্ঠিত এসএ গেমসে বাংলাদেশ রেকর্ডসংখ্যক স্বর্ণপদকসহ অন্যান্য পদক অর্জন করেছে । আর্চার রোমান সানা টোকিও অলিম্পিকে সরাসরি অংশগ্রহণ করেছেন। স্পেশাল অলিম্পিকে আমাদের খেলোয়াড়রা অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে। আর সকল অর্জনই সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সার্বিক দিক নির্দেশনা ও বলিষ্ঠ নেতৃত্বগুণে।’

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *