আন্তর্জাতিক

গাজার হাসপাতালে ইসরায়েলের অনবরত হামলা

ডেস্ক রিপোর্ট: ইসরায়েলি সেনাবাহিনীর সর্বশেষ বিমান হামলায় গাজা উপত্যকার নাসের মেডিকেল কমপ্লেক্স পরিণত হয়েছে ধ্বংসস্তুপে। কমপ্লেক্সটিতে আল-নাসের শিশু হাসপাতাল, আল-রান্টিসি বিশেষায়িত হাসপাতাল, চক্ষু হাসপাতাল এবং মানসিক হাসপাতাল রয়েছে।

হাসপাতালগুলো ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতের শিকার হয়েছে বলে মঙ্গলবার (৭ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।

ছবি: বিধ্বস্ত হাসপাতালের আসবাবপত্র

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, হামলায় অন্তত ৮ ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

গাজার ৩৫টি হাসপাতালের মধ্যে অন্তত ১৬টির সবধরনের চিকিৎসা কার্যক্রম বন্ধ রয়েছে। অবরুদ্ধ  গাজার প্রায় ৭২টি প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্লিনিকের মধ্যে ৫১টি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

ছবি: রোগীদের জন্য সংরক্ষিত বেড এবং আসবাবপত্র ধ্বংস

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকেই গাজায় ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বিমান বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভূখণ্ডটিতে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। নিহতদের মধ্যে চার হাজারেরও বেশি শিশু।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *