খেলার খবর

তানজিমের ফাইফার, ৬৪ বলেই ম্যাচ জিতে নিল আবাহনী

ডেস্ক রিপোর্ট: ডিপিএলে আজকের দিনে ম্যাচগুলোতে যেন চলছে প্রতিযোগিতা। কে কার আগে শেষ করতে পারে ম্যাচ। দিনের অন্য ম্যাচে আবু হায়দার রনির ৭ উইকেটের ইনিংসে স্রেফ ৪০ রানেই গুটিয়ে যায় গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি। নামমাত্র সেই লক্ষ্য ১ উইকেট হারিয়ে স্রেফ ৬ ওভার ২ বলেই তুলে ফেলে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এদিকে মাশরাফি-মুমিনুলদের লিজেন্ডস অব রুপগঞ্জকে ৯৯ রানে আটকে দেয় আবাহনী। সেখানেও পেসাররা চালিয়েছেন তোপ। ফাইফার তুলেছেন তানজিম হাসান সাকিব। পরে পুরো ১০০ রানের লক্ষ্যে ১০ ওভার ৪ বলেই পুরো ১০০ রানের লক্ষ্য পৌঁছে যায় নাজমুল হোসেন শান্তর দল। ৮ উইকেটের এই জয়ে আসরে এখন পর্যন্ত অপরাজিত যাত্রা ধরে রাখল আকাশী-নীলদের দলটি। ৯ ম্যাচের ৯টিতেই জয় পেয়েছে তারা। 

নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ম্যাচটিতে আবাহনীর জয়ের ধারা শুরু টস দিয়েই। জাতীয় দলের দায়িত্ব শেষে একাদশে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলামরা। সেখানে আগে ব্যাট করতে নেমে ২৮ ওভার ৩ বলে ৯৯ রানেই থামে রুপগঞ্জ। 

সহজ এই লক্ষ্য তাড়ায় শুরুতেই অবশ্য ধাক্কা খায় আবাহনী। ২৯ রানেই ফেরেন শুরু দুই ব্যাটার। পরে তৃতীয় উইকেটে এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকতের ৭২ রানের জুটিতে ১০ ওভার ৪ বলেই জয়ের দুয়ারে পৌঁছে যায় নাজমুল হোসেন শান্তর দল। ৩৭ রানে অপরাজিত ছিলেন বিজয়। এদিকে মোসাদ্দেক হোসেন সৈকত খেলেছেন পুরো টি-টোয়েন্টি মেজাজে। ১৮ বলে ৫ চার ও ৪ ছক্কায় করেন ৪৮ রান, স্ট্রাইক রেট আড়াইশ ছাড়িয়ে। 

বিস্তারিত আসছে…

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *