বিনোদন

আটপৌরে নিশো ও মেহজাবীন আসছেন ১৬ নভেম্বর

ডেস্ক রিপোর্টঃ রোমান্টিক গল্প তো বটেই, জীবনঘনিষ্ট চরিত্রেও দর্শক ধরে রাখার ক্ষমতা রয়েছে জনপ্রিয় তারকা জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীর। আগের মতো তাদের এখন আর ঘন ঘন নতুন কাজে দেখা যায় না। তাই তাদের নতুন কাজ নিয়ে দর্শকের আগ্রহ ও প্রতীক্ষা আগের চেয়ে অনেক বেশি।
অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। নিশো-মেহজাবীন জুটির নতুন ওয়েব ফিল্ম ‘নীল জলের কাব্য’ আসছে। পরীক্ষিত নির্মাতা শিহাব শাহীন পরিচালিত এই ওয়েব ফিল্মটি ১৬ নভেম্বর মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। আজ মঙ্গলবারে বিকেলেই এর পোস্টার প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে, আনমনে হেঁটে আসছেন নিশো-মেহজাবীন। তাদের চোখে মুখে চিন্তার ভাঁজ! এ যেন আটপৌরে দুই মানুষ, আমাদের চিরচেনা আশেপাশের মানুষ। কেন তাদের এমন বেশ তা জানা যাবে ১৬ নভেম্বর, এদিনই মুক্তি পাবে ‘নীল জলের কাব্যে’।
আইস্ক্রিন কর্তৃপক্ষ জানায়, মুক্তির আগে ৯ নভেম্বর (বৃহস্পতিবার) ‘নীল জলের কাব্য’র ট্রেলার প্রকাশ হবে। ১৬ নভেম্বর সাবস্ক্রিবশনের মাধ্যমে নিশো-মেহজাবীনের এই ওয়েব ফিল্মটি দেখা যাবে।
পরিচালক শিহাব শাহীন বলেন, ‘একজন মেয়ের সমুদ্র দেখার আকাঙ্খা নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘নীল জলের কাব্য’। যখন এটির প্রথম শ্যুটিং শুরু করেছি তখন ওটিটি এত জনপ্রিয় হয়ে ওঠেনি। এরপর কোভিডের কারণে চারবার শ্যুটিং বাতিল করতে হয়। পরে আইস্ক্রিনের উদ্যোগে এটি নির্মাণ সম্পন্ন করতে পেরেছি। এটি এখন প্রচারের অপেক্ষায়, এজন্য ভালো লাগছে। আমার বিশ্বাস, কাজটি দর্শকদের কাছে ভালো লাগবে।’

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *