ফের দেশে ফিরলেন লিটন দাস
ডেস্ক রিপোর্ট: কদিন আগেই পারিবারিক কারণে ঢাকা ভ্রমণ করে যান লিটন দাস। কলকাতায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে দেশে ফেরেন তিনি। এরপর দিল্লিতে দলের সঙ্গে যোগ দিয়ে মাঠে নামেন শ্রীলঙ্কার বিপক্ষে। সেই ম্যাচ শেষে ফের দেশে ফিরেছেন এই ওপেনার।
পারিবারিক কারণে ১১ নভেম্বর অস্ট্রেলিয়া ম্যাচের আগে লিটন দেশে ফিরলেও ম্যাচের আগে দলের সঙ্গে পুনেতে যোগ দেবেন তিনি। এদিন দেশে ফেরার পথে লিটন সঙ্গী হিসেবে পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে। শ্রীলঙ্কা ম্যাচে আঙুলে চিড় ধরায় দেশে ফিরতে হয়েছে তাকে।
সাকিবের বদলি হিসেবে দলে সুযোগ করে দেওয়া হয়েছে এনামুল হক বিজয়কে। পুনেতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার। সব ঠিক থাকলে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে দেখা যাবে তাকে।
অবশ্য ভারত বিশ্বকাপের মাঝপথে সবার আগে দেশে ফিরেছিলেন সাকিব। ব্যাটে রান না পাওয়ায় কলকাতা পর্বের আগে দেশে ফিরে নিজের শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের কাছে অনুশীলন করেন তিনি। এরপর অবশ্য কাজও হয়েছে তাতে। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে ৮২ রানের ইনিংস খেলেছেন সাকিব। তার ওই ইনিংসের পরই হারের বৃত্ত ভাঙে বাংলাদেশ।
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।