ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি সাংবাদিক মোহাম্মদ আবু হাসিরা সপরিবারে নিহত
ডেস্ক রিপোর্ট: গাজায় ইসরায়েলি বিমান হামলায় পরিবারের ৪২ সদস্যসহ ফিলিস্তিনি সাংবাদিক মোহাম্মদ আবু হাসিরা নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ নভেম্বর) স্থানীয় ওয়াফা নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
ওয়াফা নিউজ এজেন্সি জানায়, রোববার ও সোমবার মধ্যরাতে ইসরায়েলি বাহিনী তার বাড়ি লক্ষ্য করে বোমা হামলা করে।
গাজা শাসনকারী গোষ্ঠী হামাসের প্রেস সার্ভিস জানায়, ধ্বংসস্তূপের নিচে আবু হাসিরার লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার প্রেস ফ্রিডেন্স গ্রুপ কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট (সিপিজে) প্রকাশিত পরিসংখ্যান অনুসারে গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৭ জন সাংবাদিক নিহত হয়েছেন।
নিহত সাংবাদিকদের মধ্যে ৩২ জন ফিলিস্তিনি, চারজন ইসরায়েলি এবং একজন লেবানিজ।
২৫ অক্টোবর ইসরায়েলি হামলায় আল জাজিরার ব্যুরো চিফ ওয়ায়েল দাহদুহের পরিবার, তার স্ত্রী, ছেলে, মেয়ে, নাতি ও আত্মীয়সহ অন্তত আটজন নিহত হন।
ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, ইসরায়েলের ভূখণ্ডে হামাসের হামলায় ১৪,০০ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার পর ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় বিধ্বংসী বোমা হামলা চালায় ইসরায়েল।
গাজার কর্মকর্তারা জানান, ইসরায়েলের হামলায় ১০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের এক তৃতীয়াংশ শিশু, এবং ১.৫ মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক বলেছেন, এই পুরো এক মাস হত্যাকাণ্ডের, অবিরাম যন্ত্রণার, রক্তপাতের, ধ্বংস, ক্ষোভ ও হতাশার।
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।