‘নাগরিক স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য অবরোধ ঘোষণা করা হয়েছে’
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের প্রতি প্রশ্ন রেখে বলেন, ‘ওদের (বিএনপি) একটা একটা কথা জিজ্ঞেস করবেন, ৭ নভেম্বর ওদের জাতীয় দিবস। ওদের জাতীয় দিবসের কর্মসূচি ওরা কেন বন্ধ করলো। আওয়ামী লীগ নাকি বিএনপিকে নিশ্চিহ্ন করতে চায়। বিএনপিকে নিশ্চিহ্ন করতে বিএনপি নিজেরাই যথেষ্ট। এই দলটির আন্দোলন সংগ্রাম সব ভুয়া।’
মঙ্গলবার (৭ নভেম্বর) বিকালে রাজধানীর গুলিস্তানে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা হত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘জাতীয় দিবসের কর্মসূচি বন্ধ করে দেয় যে দল তারা ভীরু, কাপুরুষ। তাদের রাজনীতি করার দরকার নাই। তারা তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতেও সাহস পাইনি। এই কাপুরুষদের কাছে রাজনীতি কি মানায়? এই কাপুরুষদের রাজনীতি ত এখানেই বোঝা যায়।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি এখন কোথায়? লাফালাফি কই গেল? বাড়াবাড়ি কই গেল? আজকে আমি প্রশ্ন ঢুকতে চাই, ৭ই নভেম্বর কার দিন? বিএনপি দিবস। কি দিবস? জাতীয় দিবস। জাতীয় দিবসের কর্মসূচি স্থগিত করে দেয় এই দল তাদের মত বীরু, কা-পুরুষ, এদের রাজনীতি করার শোভা পায় না। বলেন, আমি মিথ্যে বলেছি? তাদের দিন, তাদের জাতীয় দিবস, তাদের বিপ্লব ও সংহতি দিবস। তারা তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতেও সাহস পায়নি। এই কা-পুরুষদের কাছে রাজনীতি কী মানায়? এই কাপুরুষদের আন্দোলন করার সাহস তো এখানেই বুঝা গেল।’
তিনি বলেন, ২‘৮ তারিখ চলে গেল, আহারে কত স্বপ্ন, আমির খসরু ২৮ তারিখে কর্ণফুলীতে ফেলে দিবে। আর সেই ২৮ তারিখেই শেখ হাসিনার দক্ষিণ এশিয়ার প্রথম নদীর তলদেশে টানেল নির্মাণ উদ্বোধন করেছেন। এখন কোথায়? সব পালিয়েছে। নয়া পল্টনে দাঁড়িয়ে বলে আওয়ামী লীগ নাকি পালাচ্ছে, শেখ হাসিনা পালাচ্ছে। শেখ হাসিনা এখন সৌদি আরবে হজ্জ করতেছে। আপনারা কে কোথায়? কেন আজ কারাগারে? যারা কারাগারে দায় অস্বীকার করতে পারবে না।’
সেতুমন্ত্রী বলেন, ‘পুলিশের সাথে মারামারি বাধিয়ে একজন পুলিশকে নির্মমভাবে হত্যা করল, পুলিশের উপর হামলা করল, সেই সময় মির্জা ফখরুল ভাবলো, আরে ঘটনা তো খারাপ। তখনই মির্জা ফখরুল লাফ দিয়ে নিচে নেমে গেল। এদিকে তাকায়, ওদিকে তাকায়, গয়েশ্বর বাবু নাই, ওদিকে তাকায় আমিন খসরু নাই, ওদিকে তাকায় স্বপন নাই। গেটের ভিতর যত নেতা নোমান সাহেব নাই। বেচারা দিশেহারা হয়ে দৌড় যে দিয়েছে, ওই দূর ডেমরা সালাউদ্দিনের দৌড়ের চেয়েও দ্রুতকর।’
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।