সারাদেশ

হবিগঞ্জে চিপস কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট

ডেস্ক রিপোর্ট: ময়মনসিংহে প্রায় আড়াই হাজার মানুষ নিয়ে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে সকাল ৮ টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

জামাতে ইমামতি করবেন আঞ্জুমান ঈদগাহ মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি আবদুল্লাহ আল মামুন। একই মাঠে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ৯টায়।

এছাড়াও ঐতিহ্যবাহী বড় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৯টায়, আকুয়া মাদানী নূর মার্কাজ মসজিদ মাঠে সকাল সোয়া ৭টায়, ময়মনসিংহ মার্কাজ মসজিদে সকাল ৮টায়, গোপন নগর ভাটি পাড়া ঈদগাহ মাঠে সকাল ৯টায়, গাঙ্গিনাপাড় জামে মসজিদে সকাল ৮টায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়, বলাশপুর ঈদগাহ মাঠে সকাল ৯টায়, সুহিলা বুধবাড়িয়া ঈদগাহ মাঠে সকাল ৮টায়, গফরগাঁও পুরাতন বাসস্টেশন বায়তুন নূর জামে মসজিদ ঈদগাহ মাঠে সকাল ৯টায়, ফাহমী গোলন্দাজ বাবেল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ১০ টায়, ভালুকা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ১০টায় এবং ধোবাউড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ১০টায় জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়াও জেলার ৭৩টি স্থানে বড় পরিসরে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউণ্ডেশনের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক তৌহিদুল আনোয়ার বলেন, সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ঈদের জামাত হবে মাঠে। অন্যথায় আবহাওয়া প্রতিকূলে থাকলে নামাজ মসজিদে অনুষ্ঠিত হবে। ঈদের জামাত শেষে সবাইকে সুশৃঙ্খলভাবে মাঠ ত্যাগের আহবান জানানো হচ্ছে। হাসি আনন্দে ঈদ সবার জীবনে শান্তি বয়ে নিয়ে আসবে এটাই প্রত্যাশা করছি।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহম্মদ ভূঞা বলেন, ঈদগাহ মাঠগুলোর নিরাপত্তা জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে ।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *