বিনোদন

চাঁদরাতে ‘আছেন আমার মুক্তার’ গানে চঞ্চল-মিফতাহ

ডেস্ক রিপোর্টঃ জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। প্রায় ৩০ বছর ধরে বাংলার দর্শকদের চমৎকার সব কাজ উপহার দিয়েছেন তিনি। নাটক, সিনেমা, বিজ্ঞাপনে নিয়মিত ভাবে কাজ করে যাচ্ছেন। অভিনয় করেছেন দেশের বাইরেও।

অভিনয়ের সাথে দীর্ঘদিন যুক্ত থাকলেও, তিনি একজন দক্ষ গায়কও বটে; যা অনেকের অজানা ছিল। বর্তমান সময়ে প্রায়ই তিনি চমৎকার গান উপহার দেন। এইবার ঈদেও তিনি অসাধারণ এক গান নিয়ে হাজির হয়েছেন।

চঞ্চলের সাথে এবারে জুটি বেঁধেছেন বর্তমান সময়ের সঙ্গীত শিল্পী মিফতাহ জামান। দুই অসাধারণ সঙ্গীতশিল্পী গলা মিলিয়েছেন লিজেন্ডারি গান,‘আছেন আমার মুক্তার’ গানে। ১৯৭৮ সালে মুক্তি পাওয়া ‘গোলাপী এখন ট্রেনে’ সিনেমায় প্রথম গানটি প্রকাশিত হয়েছিল। সেবছর জাতীয় চলচ্চিত্র পুরষ্কারও অর্জন করে গানটি। মূল গানে কণ্ঠ দিয়েছিলেন সৈয়দ আব্দুল হাদী।

সেই গানটিই কভার করেছেন চঞ্চল-মিফতাহ জুটি। গাজী মাজহারুল আনোয়ার রচিত গানটি প্রকাশ পেয়েছে ‘আইপিডিসি আমাদের গান’-এর প্রযোজনায়। চাঁদরাতে(১০ এপ্রিল) তাদের ইউটিইব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে।     

নব্বই দশকের অভিনয় শিল্পীদের খুব সামান্য সংখ্যকই রয়েছেন, যাদের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। সেই তালিকার শীর্ষেই নাম রয়েছে মধ্যবয়স্ক অভিনেতার।       

সময়ের সাথে নিজেকে বেশ খাপ খায়িয়ে নিয়েছেন চঞ্চল। সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ গল্প যেমন বেছে নিয়েছেন, তেমন ওটিটির মতো ডিজিটাল প্ল্যাটফর্মের ছাঁচে নিজেকে নতুন করে গড়েছেন।

অসম্ভব গুণিধর এই অভিনেতা ভক্তদের সামনে আসেন নতুন অবতারে। অভিনয়ের পাশাপাশি তার সুরেলা গান শুনেও মুগ্ধ হন দর্শক।     

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *