আন্তর্জাতিক

গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল, পরিস্থিতি ভয়ঙ্কর

ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েল। সেখানকার পরিস্থিতি এখন ভয়ঙ্কর ও বিশৃঙ্খল অবস্থায় রূপ নিয়েছে। 

বৃহস্পতিবার (১১ এপ্রিল) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিকে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৬৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ৪৫ জন। এছাড়া গাজা সিটির আহলি আরব হাসপাতালে কাছে হামলা চালানো হয়। এতে অন্তত ৮ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

বাদ যায়নি শরণার্থী ক্যাম্পেও। গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া ক্যাম্পে হামলার ঘটনায় দুই ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

ওই ক্যাম্পের বাসিন্দারা জানিয়েছেন সেখানে হামলার তীব্রতা বাড়ছে। হামলায় ধ্বংসস্তূপে যারা আটকা পড়েছেন তাদের উদ্ধার করতে হিমশিম খাচ্ছেন বেসামরিক বিভাগের কর্মীরা।

আরেক শরণার্থী ক্যাম্প নুসেরাতের কাছাকাছি ব্যাপক লড়াই চলছে।

আলজাজিরার সাংবাদিক তারেক আবু আজম রাফাহ থেকে জানিয়েছেন, দখলদার ইসরায়েলি সেনারা ব্যাপক কামান হামলা চালিয়ে পুরো পাড়া ধ্বংস করে দিচ্ছে। হামলা চালাতে তারা নজরদারি ড্রোন এবং যুদ্ধবিমান ব্যবহার করছে।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩৩ হাজার ৫৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপরদিকে আহত হয়েছেন আরও ৭৬ হাজার ৯৪ জন।

 

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *