আন্তর্জাতিক

চীনের তথ্যমতে বিশ্বে হুপিং কাশির প্রকোপ বাড়ছে

ডেস্ক রিপোর্ট: হুপিং কাশি একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত সংক্রমক রোগ। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে এই রোগের সংক্রমণ বাড়তে দেখা যাচ্ছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন মতে, চীনের জাতীয় স্বাস্থ্য সংস্থা এবং রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ প্রশাসন এই ব্যাপারে অফিশিয়াল তথ্য প্রকাশ করেছেন। তাদের মতে চীন ছাড়াও ফিলিপাইন, চেক প্রজাতন্ত্র এবং নেদারল্যান্ডসের মতো কিছু স্থানে খুব দ্রুত ছড়াচ্ছে হুপিং কাশি। এমনকি যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রেও আক্রান্ত রোগীর তথ্য পাওয়া গেছে।

বোর্ডেটেলা পারটুসিস ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে মূলত এই রোগ হয়। তাই হুপিং কাশি রোগটিকে অনেকে পেরটুসিস বলে। ব্যাকটেরিয়ার আক্রমণ হয় শ্বাসনালীতে। তাই পেরটুসিসে আক্রান্ত হলে শ্বাস নিতে খুব অসুবিধা হয়, এমনকি বাতাসের জন্য রোগী হাঁপিয়ে ওঠে। এই রোগ আরও গুরুতর সমস্যাও সৃষ্টি করতে পারে। অনেক রোগীর ক্ষেত্রে দেখা যায়, হুপিং কাশির সাথে সাথে নিউমোনিয়া এবং খিচুনির সমস্যাও হয়। সমস্যা বেশি জটিল হলে মৃত্যুও হতে পারে। মূলত শিশুরা ও বেশি বয়স্ক বৃদ্ধরা রোগের ঝুঁকিতে বেশি থাকেন।রেকর্ড অনুযায়ী গত বছরের চেয়ে সংক্রমণ বেড়ে প্রায় ২০ গুণ বেশি হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি অবধি ৩২ হাজারের বেশি মানুষ এতে আক্রান্ত হয়েছে। সময়ের সাথে সাথে সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে। তাই রোগের ব্যাপারে আরও সচেতন হওয়া আবশ্যক।

 

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *