খেলার খবর

আম্পায়ারের সঙ্গে তামিমের তর্কে সাময়িক বন্ধ আবাহনী-প্রাইমের ম্যাচ

ডেস্ক রিপোর্ট: ঈদের বিরতির পর মাঠে ফিরেছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। হাইভোল্টেজ ম্যাচে মিরপুরের হোম অব ক্রিকেটে মুখোমুখি আবাহনী এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দুই ফেবারিটের ম্যাচ মাঠে গড়াতেই হাজির বিতর্ক। আম্পায়ারের সঙ্গে প্রাইম ব্যাংক অধিনায়ক তামিম ইকবালের বাদানুবাদে কিছু সময়ের জন্য বন্ধ থাকে খেলা। পরে অবশ্য খেলা আবার শুরু হয়েছে।

আবাহনীর ওপেনার নাঈম শেখ দুর্দান্ত ছন্দে ব্যাটিং করছেন। প্রাইম ব্যাংকের বোলারদের সামাল দিয়ে এরই মধ্যে সেঞ্চুরিও তুলে নিয়েছেন। তবে নাঈমের তিন অঙ্ক ছোঁয়ার আগেই তাকে ফেরানোর ভালো একটা সুযোগ এসেছিল প্রাইম ব্যাংকের সামনে। তার বিরুদ্ধে লেগ বিফোরের জোরালো আবেদন উঠলেও তাতে সাড়া দেননি আম্পায়ার আসাদুর রহমান।

এটা নিয়েই আম্পায়ারের সঙ্গে লেগে যায় প্রাইম ব্যাংক অধিনায়ক তামিমের। তাতে কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় খেলা। পরে অবশ্য অচলাবস্থা কেটে আবার খেলা শুরু হয়।

ডিপিএলে আম্পায়ারিং বরাবরই আলোচনায় থাকে। কয়েকটি দলকে আম্পায়াররা বেশি সুযোগ-সুবিধা দিয়ে থাকেন বলে ক্রিকেটমহলে অভিযোগ রয়েছে। এর আগে সাকিব আল হাসানকে বেশ কয়েকবার আম্পায়ারদের উপর চড়াও হতে দেখা গেছে। এবার তামিমও আম্পায়ারদের উপর মেজাজ হারালেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত টসে হেরে ব্যাট করতে নেমে ৩৮ ওভারে ১ উইকেটে ১৯৮ রান করেছে আবাহনী। ১০৫ রানে ব্যাট করছেন নাঈম শেখ, ৪৪ রানে অপরাজিত বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *