জাতীয়
শিক্ষার্থী ফাহিম হোসেন জুবায়েরকে হত্যাচেষ্টায় মোল্যা নজরুল কারাগারে

রাজধানীর গুলশান থানাধীন কমার্স কলেজের শিক্ষার্থী ফাহিম হোসেন জুবায়েরকে হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই গুলশান থানাধীন এলাকায় কমার্স কলেজের শিক্ষার্থী ফাহিম হোসেন জুবায়ের (২০) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন।