বিনোদন

শাকিব খানের ‘মা’ হতে কি কি করতে হয়েছে জানালেন মাহি

ডেস্ক রিপোর্টঃ ঈদুল ফিতরে ১১টি সিনেমা মুক্তি পেলেও সবচেয়ে আলোচনা শোনা যাচ্ছে সুপারস্টার শাকিব খান অভিনীত ‘রাজকুমার’ ছবিটি ঘিরে।

সচারচর শাকিব খানের নায়িকা হওয়া মাহিয়া মাহি এই ছবিতে শাকিবের মায়ের ভূমিকায় অভিনয় করছেন এই খবর বেশ আলোচিত হয়। সে সময় মাহিকে নিয়ে এই চরিত্রের শুটিং অনেকটা গোপনে করা হয়। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে তখন কেউ মুখ খোলেননি। এবার সিনেমা দেখার পর দর্শক পুরো ‘রাজকুমার’ ছবির সঙ্গে সঙ্গে মাহির বৃদ্ধ লুকেরও দারুণ প্রশংসা করছে।

অতিথি হিসেবে ছবিটির এই বিশেষ চরিত্রে অভিনয় করেতে গিয়ে কি ধরনের অভিজ্ঞতা হয়েছে সে কথাই এবার প্রকাশ করেছেন নায়িকা মাহিয়া মাহি।

মাহিয়া মাহি /  ছবি : ফেসবুক

এ ব্যাপারে মাহি বলেন, ‘আমি গতানুগতিক চরিত্র থেকে একটু বের হতে চাই। যুগের সঙ্গে চলতে চাই। বলিউডে দীপিকারা যদি মায়ের চরিত্র করতে পারে, তাহলে আমি করলে সমস্যা কোথায়? আমার কাছে মনে হয় হিমেল আশরাফ পরিচালক হিসেবে নিজেকে যথেষ্ট প্রমাণ করেছেন। তিনি আমাকে যখন চিন্তা করেছেন, আমার বিশ্বাস তিনি আমাকে ওইভাবেই উপস্থাপন করবেন। তাই কাজটি করেছি। তা ছাড়া ছবিটির প্রযোজক আরশাদ আদনান আমাকে কাজটি করার জন্য বলেছেন, তাই করেছি।’

ঈদের দিন মাহিয়া মাহি /  ছবি : ফেসবুক

মুক্তির পর ছবিটি এখনো দেখা হয়নি মাহির। ঈদ করতে পরিবারের সঙ্গে এখনো রাজশাহীতে আছেন এই নায়িকা। দু-এক দিনের মধ্যেই ঢাকা ফিরবেন। ফিরেই ছবিটি দেখবেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে চরিত্রটি নিয়ে ভালো সাড়া পাচ্ছে বলে জানান এই অভিনেত্রী।

তিনি বলেন, ‘ফেসবুকে অনেকেই আমাকে নিয়ে রিভিউ দিয়েছেন, অনেকেই তো দেখছি প্রশংসা করছেন। দু-একজন মেকআপের ব্যাপারে কথা বলেছেন। কিন্তু শুটিংয়ের সময় মেকআপ নিয়ে আমার কাছে সমস্যা মনে হয়নি।’

ছেলে ফারিশকে নিয়ে মাহিয়া মাহি /  ছবি : ফেসবুক

জানা গেছে, মাহিকে নিয়ে শুটিং হয় রাঙামাটির সাজেকের লোকেশনে। শাকিবের ৬৫ বছরের মায়ের চরিত্রে মাহিকে তৈরি করতে ভারত থেকে মেকআপশিল্পীকে আনা হয়েছিল। এ ব্যাপারে মাহি বলেন, ‘মেকআপ নিতে আড়াই ঘণ্টা লাগত, তুলতেও আড়াই ঘণ্টা। উপযুক্তভাবেই মেকআপ করা হয়েছিল।’

বৃদ্ধ মায়ের চরিত্রটি করতে দারুণ অভিজ্ঞতা হয়েছে মাহির। তিনি বলেন, ‘ছবিতে সন্তানের সঙ্গে বৃদ্ধ মায়ের কথোপকথনের জায়গাটা খুবই আবেগময়। চরিত্রটি করার সময় আমার সন্তান ফারিশকেই কল্পনায় রেখেছি। সন্তানের প্রতি মায়ের যে আবেগ, আকুতি থাকে তা ফারিশকেই মনের সামনে ধরেছিলাম। ফলে সহজেই চরিত্রটি তুলতে পেরেছি।’

মাহিয়া মাহি /  ছবি : ফেসবুক

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *