খেলার খবর

ধর্মশালায় বসানো হচ্ছে হাইব্রিড পিচ

ডেস্ক রিপোর্ট: ভারতে প্রথমবারের মতো কোনো স্টেডিয়ামে হাইব্রিড পিচে খেলতে যাচ্ছে ক্রিকেটাররা। ভারতের ক্রিকেট ইতিহাসে এটা প্রথমবারের মতো হতে চলেছে তাই এ বিষয়ে বেশ উৎসুক ও আগ্রহী খেলোয়াড়রা।

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বসানো হবে এই হাইব্রিড পিচটি। দেশের বাইরে থেকে আনা এই পিচে চলতি আইপিএলের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। পাঞ্জাব কিংসের হোম ভেন্যু হিসেবে থাকবে এই মাঠ।

ধর্মশালার সেই পিচে পাঞ্জাবের বিপক্ষে আগামী ৫ মে চেন্নাই সুপার কিংস এবং ৯ মে খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে আগামী মাসের শুরুতেই চেন্নাইয়ের সেই ম্যাচটিতে খেলবেন না মুস্তাফিজুর রহমান। কেননা আইপিএলের এবারের আসরের জন্য তার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এনওসি শেষ হবে আগামী ১ মে। এতে হাইব্রিড পিচে চেন্নাইয়ের সেই ম্যাচে খেলবেন না বাংলাদেশের এই তারকা পেসার। 

চলতি বছরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। মূলত সেই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবেই এমন সিদ্ধান্ত দেশটির ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। 

দেশটির সংবাদমাধ্যমের সূত্রমতে, ধর্মশালার জন্য এই পিচটি তৈরি করেছে নেদারল্যান্ডসের ‘সিস-গ্রাস’ নামক প্রতিষ্ঠানটি।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *