পাশের জেলা

বগুড়ায় বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়া নিয়ে হাতাহাতি, আহত ৬

বগুড়ার ধুনটে বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়া নিয়ে কথা–কাটাকাটির জেরে বরপক্ষের হামলায় কনেপক্ষের ছয়জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট গ্রামে বরের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন কাহালুর জামগ্রামের সুলতানা খাতুন (৩০), আবু হোসাইন (২৬), সুমন মিয়া (২৫), মানতাসা খাতুন (২৪), শাহজাহান আলী (৪৫) ও এলিনা খাতুন (৪২)।
আহত ব্যক্তিদের মধ্যে সুলতানা ও আবু হোসাইনকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় কনের মামা বাদী হয়ে বরপক্ষের চারজনের বিরুদ্ধে ধুনট থানায় অভিযোগ করেছেন।
ওই অভিযোগ সূত্রে জানা যায়, ধুনটের ঈশ্বরঘাট গ্রামের জামাল উদ্দিনের সঙ্গে গত বুধবার বগুড়ার কাহালু উপজেলার জামগ্রামের একটি মেয়ের বিয়ে হয়। ওই দিন বিয়ে উপলক্ষে প্রীতিভোজে ৬০ জন বরযাত্রীর খাবারের আয়োজন করা হলেও বরের সঙ্গে শতাধিক লোক বরযাত্রী হয়ে যায়। আপ্যায়নে মাংসের পরিমাণ কম হওয়া নিয়ে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।

এদিকে গতকাল বরপক্ষ ঈশ্বরঘাট গ্রামে বউভাত ও বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করে। এ উপলক্ষে আয়োজিত প্রীতিভোজে কনেপক্ষের লোকজনকে বরের বাড়িতে আমন্ত্রণ জানানো হয়। দুপুরে প্রীতিভোজের সময় কম মাংস কনেপক্ষের পাতে পরিবেশনের অভিযোগ তুলে বরপক্ষের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের হাতাহাতি হয়। এ সময় বরপক্ষের হামলায় কনেপক্ষের ছয়জন আহত হন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, বিয়ের প্রীতিভোজে মাংস কম দেওয়া নিয়ে বরপক্ষের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে কনের মামা সোহাগ হোসেন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিস্থিতি শান্ত করা হয়েছে।

সূত্র : প্রথম আলো

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *