খেলার খবর

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন নারাইন?

ডেস্ক রিপোর্ট: ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে সর্বশেষ দেখা যায় সুনীল নারাইনকে। বিশ্বজুড়ে বিভিন্ন টি-টোয়েন্টি লিগে দাপিয়ে বেড়ালেও দেশের হয়ে খেলায় কোনো আগ্রহ ছিল না তার। সতীর্থরা তাকে জাতীয় দলে ফেরার কথা বললেও কানে তুলতেন না। তবে আইপিএলে সেঞ্চুরি করার পর হঠাৎ জাতীয় দলে ফেরার আলোচনা নিজেই উসকে দিয়েছেন নারাইন!

ইডেন গার্ডেনে রাজস্থানের বিপক্ষে কলকাতার হয়ে সেঞ্চুরি করার পর ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলের সঙ্গে আলাপের সময় নারাইন বলেন, ‘দেখা যাক ভবিষ্যতে কী হয়।’

নারাইনকে ওয়েস্ট ইন্ডিজে ফেরানোর জন্য দীর্ঘ সময় ধরে চেষ্টা করছেন বলে জানান রাজস্থানে খেলা ক্যারিবিয়ান ক্রিকেটার রভম্যান পাওয়েল, ‘গত ১২ মাস ধরে এই কথা তাকে (নারাইনকে) বলছি, তবে সে কারো কথা কানে তোলেনি।’

গতকাল (মঙ্গলবার) ইডেন গার্ডেনে কলকাতার হয়ে ব্যাট হাতে ঝড় তোলেন নারাইন। ৪৯ বলে পান তিন অঙ্কের দেখা। ৫৬ বলে ১৩ চার এবং ৬ ছক্কায় করেন ১০৯ রান।

তবে রাজস্থানের জস বাটলারের অবিশ্বাস্য সেঞ্চুরিতে বিফলে যায় নারাইনের সেঞ্চুরি। ৬০ বলে ১০৭ রান করে রেকর্ড রাস্ন তাড়ায় জয় এনে দেন রাজস্থানকে।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *