খেলার খবর

টসে জিতে ব্যাটিংয়ে ইংলিশরা

ডেস্ক রিপোর্ট: এমন বিশ্বকাপ হয়তো কখনোই আশা করেনি ইংল্যান্ড। সাত ম্যাচে জিতেছে কেবল একটিতে। সেমির স্বপ্ন তো আগেই শেষ। ক্রিকেটের অন্যতম এই পরাশক্তি আসন্ন ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারবে কিনা তা নিয়েও দাঁড়িয়েছে শঙ্কা। এমন দুঃস্বপ্ন এড়াতে বাকি দুই ম্যাচে জিততেই হবে জস বাটলারদের। অন্যদিকে, ডাচদের অবস্থা ইংলিশদের চেয়ে কিছুটা গিয়ে। সাত ম্যাচে জয় পেয়েছে দুটিতে। এখানে আরও ম্যাচ জিতলে চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের জায়গা অনেকটাই নিশ্চিত করবে নেদারল্যান্ডস। পয়েন্ট টেবিলের তলানির এই দুই দল আজ মুখোমুখি হচ্ছে নিজেদের অষ্টম ম্যাচে।

পুনেতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। 

ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, মঈন আলী, ক্রিস উকস, ডেভিড উইলি, আদিল রশিদ, গাস অ্যাটকিনসন।

নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও’ডাউড, ওয়েসলি বারেসি, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), বাস ডি লিড, তেজা নিদামানুরু, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, লোগান ভন বিক, শরিজ আহমেদ, আরিয়ান দত্ত, পল ভন মিকেরেন।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *