বগুড়ায় নিখোঁজ যুবকের লাশ সিরাজগঞ্জ থেকে উদ্ধার

বগুড়ার শেরপুর থেকে নিখোঁজ হওয়া এক যুবকের লাশ সিরাজগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে তিনটায় রায়গঞ্জ উপজেলার নিঝুড়ি গ্রামের নির্মাণাধীন একটি কারখানার পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
নিখোঁজ যুবকের নাম সুব্রত কুমার মণ্ডল ওরফে সোনা (২৫)। তাঁর বাড়ি শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের খলিশাগাড়ি ঠাকুরবাড়ি গ্রামে। গত সোমবার সন্ধ্যায় তিনি নিখোঁজ হন।
রায়গঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া এই যুবকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি বালুচাপা দেওয়া ছিল। আজ শুক্রবার লাশটির ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় নিহতের পরিবার থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহত সুব্রত কুমারের ভাবি দোলনচাঁপা মণ্ডল বলেন, তাঁর দেবর একসময় মাদকাসক্ত ছিল। এখন তাঁর শরীরে টিবি ধরা পড়েছে। চিকিৎসকের পরামর্শে চিকিৎসাধীন রয়েছে। গত সোমবার সন্ধ্যায় তাঁর দেবর বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফিরে আসেনি।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) রকিব হোসেন বলেন, ওই যুবকের নিখোঁজের ঘটনায় গতকাল বৃহস্পতিবার থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
সূত্র : প্রথম আলো