কালাই

কালাইয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট:

জয়পুরহাটের কালাইয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ পালিত হয়েছে। 

উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ দফতর চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায়। 

এছাড়াও আলোচনায় অংশ নেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন, জেলা প্রশিক্ষণ অফিসার এস এম  খুরশিদ আলম, বীর মুক্তিযোদ্ধা বাবু মুনিষ চৌধুরী, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এলডিডিপি গোলাম কিবরিয়া। 

আলোচনায় অতিথিরা বলেন সমাজ ও অর্থনীতিতে প্রাণিসম্পদের অবদান ব্যাপক ও বহুমুখি। এদেশের কৃষি খাত মুলত মিশ্র পদ্ধতি যেখানে কৃষকরা শষ্য চাষের পাশাপাশি গবাদি পশু-পাখি পালন করে থাকেন। জনগণের প্রাণিজ আমিষের চাহিদা পূরণের দুধ, মাংস ও ডিম উৎপাদনের মাধ্যমে মেধাবী জাতি গঠনে প্রাণিসস্পদ অধিদপ্তর গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। আলোচনা সভা শেষে অতিথিরা প্রাণি প্রদর্শনীর সকল স্টল পরিদর্শন করেন। 

আব্দুন নুর নাহিদ।

 

সংবাদটি প্রথম প্রকাশিত হয় ডেইলি জয়পুরহাট-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *