সারাদেশ

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ডেস্ক রিপোর্ট: আগামী ২১ মে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রামের চার উপজেলায় চেয়ারম্যানসহ তিনটি পদে ৩২ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

রোববার (২১ এপ্রিল) জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরাবর প্রার্থীরা এসব মনোনয়ন জমা দেন।

 দ্বিতীয় ধাপে চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসন কার্যালয়ের তথ্যানুযায়ী, ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থী মনোনয়ন জমা দেন। এরমধ্যে চেয়রাম্যান পদে মো. বখতেয়ার সাঈদ ও মো. নাজিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ আনোয়ারুল হক, মো. ছালামত উল্লাহ চৌধুরী, মো. জসীম উদ্দীন, নাজিম উদ্দিন সিদ্দিকী ও সৈয়দ জাহেদ উল্লাহ কুরাইশী। এ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই প্রার্থী জেবুননাহার ও শারমিন আক্তার মনোনয়ন দাখিল করেছন।

এছাড়া হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। রাঙ্গুনিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন মনোনয়ন দাখিল করেন। এদের মধ্যের চেয়রাম্যানের পদে ইউনুছ গণি চৌধুরী, এস এম রাশেদুল আলম, জসীম উদ্দীন, শাহ সোহরাব হোসেন চৌধুরী নোমান ও মো. নুর খান, ভাইস চেয়ারম্যান পদে আশোক কুমার নাথ, এম এ খালেদ চৌধুরী, আশরাফ উদ্দিন জীবন, নাজমুল হুদা ও নুরুল আবছার, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিবি ফাতেমা শিল্পী, মোক্তার বেগম, শারমিন আক্তার ও সাজেদা বেগম।

অন্যদিকে রাউজানে তিনটি পদের বিপরীতে মাত্র ৩ জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেন। রাউজান চেয়রাম্যানের পদে মনোনয়ন দাখিল করেন এ কে এম এহসানুল হায়দার চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে নুর মোহাম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান পদ রুবিনা ইয়াসমিন রুজি।

রাঙ্গুনিয়া উপজেলায় চেয়রাম্যানের পদে আবুল কাশেম চিশতি, ভাইস চেয়ারম্যান পদে ওমর ফারুক, খাইরুল বাশার, আব্দুল মান্নান ও শেখর বিশ্বাস। এ উপজেলায় একমাত্র মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন হোসনে আরা বেগম।

নির্বাচনের রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান বলেন, দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল আজ। তিন পদের বিপরীতে মোট ৩২টি মনোনয়ন জমা পেড়েছে। এর মধ্যে চেয়রাম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন মনোনয়ন জমা দেন। আগামী ২৩ এপ্রিল মনোনয়ন যাচাই বাছাই করা হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে। ভোটগ্রহণ হবে ২১ মে।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *