খেলার খবর

অলরাউন্ডার রিশাদে শাইনপুকুরের জয়

ডেস্ক রিপোর্ট: লো স্কোরিং ম্যাচে জয় দিয়ে সুপার লিগ শুরু করল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। রিশাদ-সানিদের ঘূর্ণিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১৩ রানে হারিয়ে দিয়েছে তারা।

বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিত আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন শাইনপুকুর অধিনায়ক আকবর আলি। তবে অধিনায়কের সিদ্ধান্তের মান রাখতে পারেনি দলটির ব্যাটাররা। ওপেনার তানজিদ হাসান তামিম দলকে ভালো শুরু এনে দেয়ার চেষ্টা করেন। ৬ চার, ১ ছয়ে ৪২ রানও করেন। তবে পরের ব্যাটাররা রানে গতি সচল রাখতে পারেননি।

শেষদিকে রিশাদ হোসেনের ২৬ বলে ৩৩ রানের ইনিংসে একশ ছাড়ানো সংগ্রহ পায় শাইনপুকুর। ৩৪.৫ ওভারে সব উইকেট হারানোর আগে স্কোরবোর্ডে ওঠে ১৩৮ রান। গাজী গ্রুপের পক্ষে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন আব্দুল গাফফার সাকলাইন এবং হুসনা হাবিব মেহেদী।

লিস্ট এ ক্রিকেটে ১৩৯ রানের লক্ষ্যকে মামুলি বলে দেয়াই যায়। কিন্তু সে লক্ষ্য তাড়া করতে গিয়েই নাভিশ্বাস ছুটল গাজী গ্রুপের। সর্বোচ্চ ৪৪ রান এসেছে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান হাবিবুর রহমানের, সেটাও সমান চারটি করে চার-ছক্কায় ১৬ বলে।

বাকি ব্যাটারদের মধ্যে ২০ বা তার বেশি রান এসেছে শুধু দুইজনের ব্যাটে- অধিনায়ক মেহেদী মারুফ (২৩) ও শেখ পারভেজ জীবন (২২)। এমন ছন্নছাড়া ব্যাটিং পারফরম্যান্সে জয় অধরাই থেকেছে গাজীর। ২৭.৪ ওভারে ১২৫ রানে অলআউট হয়েছে তারা।

ব্যাট হাতে ৩৩ রানের পাশাপাশি ৩১ রানে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা হয়েছেন রিশাদ হোসেন। ৩ উইকেট গিয়েছে আরাফাত সানির ঝুলিতে।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *