সারাদেশ

‘আধুনিক ও টেকসই ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে মানুষকে ভূমি সেবা দিতে কাজ করছে সরকার’

ডেস্ক রিপোর্ট: ‘আধুনিক ও টেকসই ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে মানুষকে ভূমি সেবা দিতে কাজ করছে সরকার’

ছবিঃ সংগৃহীত

ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার আধুনিক ও টেকসই ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণকে আরো দক্ষ ভূমি সংক্রান্ত সেবা দেওয়ার লক্ষ্যে কাজ করছে।

সোমবার (২২ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ভূমি মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত দপ্তর ও সংস্থার ২০২৪-২৫ অর্থবছরের খসড়া এপিএ প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

এসময় ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক ছিদ্দিকী, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের দায়িত্বে) মো. আব্বাছ উদ্দিন এবং অতিরিক্ত সচিব (উন্নয়ন) জিয়াউদ্দীন আহমেদ সহ ভূমি মন্ত্রণালয় ও আওতাভুক্ত দপ্তর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভূমিমন্ত্রী বলেন, ভূমি ব্যবস্থাপনায় জনগণের সম্পৃক্ততা অনেক বেশি ও প্রত্যক্ষ। বেশিরভাগ গ্রামীণ বিরোধ এবং মামলা মোকদ্দমা জমির মালিকানা সম্পর্কিত।

কর্মশালায় সরকারি দপ্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় মন্ত্রী সরকারি প্রতিষ্ঠানে ফলপ্রসূ মানসিকতা, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা, জবাবদিহিতা, সম্পদের যথাযথ ব্যবহার ও সরকারি প্রতিষ্ঠানে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে এপিএ’র গুরুত্ব তুলে ধরেন।

তিনি মন্ত্রণালয় ও মাঠ পর্যায়ের অফিসগুলোর মধ্যে নিরবচ্ছিন্ন সমন্বয় সৃষ্টির লক্ষ্যে নাগরিক সেবায় ভূমি মন্ত্রণালয়ের উদ্দেশ্যসমূহের কার্যকর বাস্তবায়নের প্রয়োজনীয়তাও তুলে ধরেন।

নারায়ন চন্দ্র চন্দ বলেন, ২০১৪-১৫ সালে সরকার কর্তৃক প্রবর্তিত এপিএ মন্ত্রণালয় ও সংস্থাগুলির কর্মকা- প্রক্রিয়ামুখী থেকে ফলাফল-ভিত্তিক কার্যক্রমে আনায় সহায়ক ভূমিকা পালন করেছে।

মন্ত্রণালয়ের ভিশন ও মিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী অর্থবছরের জন্য নিজ নিজ কৌশলগত উদ্দেশ্য ও কার্যক্রম নিখুঁতভাবে প্রণয়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন তিনি।

বরিশালে দুই উপজেলার ভোটে ২১ প্রার্থী

ছবি: সংগৃহীত

বরিশাল সদর ও বাকেরগঞ্জ দুই উপজেলায় উপজেলা নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন চারজন। ফলে তিন পদের বিপরীতে ২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সোমবার (২২ এপ্রিল) শেষ দিনে দুই উপজেলা থেকে চার প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন বলে জানিয়েছেন রিটানিং কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী।

তিনি জানান, আগামী ৮ মে প্রথম দফার নির্বাচনে বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলার ভোট। নির্বাচনে তিন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য দুই উপজেলায় ২৬ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করে। বাছাইতে বাকেরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদের প্রার্থী শাখাওয়াত হোসেন বাদ হয়। সোমবার সদরে এক ভাইস চেয়ারম্যান ও বাকেরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদের দুই এবং ভাইস চেয়ারম্যান পদের এক প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহারের আবেদন জমা দেন। বর্তমানে দুই উপজেলায় তিন পদের ২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। আজ (মঙ্গলবার) প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। এরপর থেকে প্রচারনা শুরু হবে।

মনোয়ন ফরম প্রত্যাহারকৃত প্রার্থীরা হলেন-বরিশাল সদর উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী ফাইয়াজুল ইসলাম সজিব, বাকেরগঞ্জ উপজেলার চেয়ারম্যান প্রার্থী নিয়ামত আব্দুল্লাহ ও মিজানুর রহমান এবং ভাইস চেয়ারম্যান কামরুল হোসেন।

প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন সদর উপজেলায় চেয়ারম্যান পদে মাহমুদুল হক খান মামুন, মনিরুল ইসলাম ছবি, মাহবুবুর রহমান মধু, আব্দুল মালেক ও জাকির হোসেন। ভাইস চেয়ারম্যান মহিদুল ইসলাম, জসিমউদ্দিন, শহীদ মো. শাহনেওয়াজ ও হাদীস মীর। নারী ভাইস চেয়ারম্যান এ্যাড. হালিমা বেগম, নেহার বেগম ও মারিয়া বেগম।

বরিশাল বাকেরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে বিশ্বাস মতিউর রহমান, কামরুল ইসলাম সজিব, ফিরোজ আলম খান, রাজিব তালুকদার। ভাইস চেয়ারম্যান পদে আব্দুস সালাম মল্লিক, শাহবাজ মিঞা, সাইফুর রহমান। নারী ভাইস চেয়ারম্যান পদে জাহানারা বেগম ও তহমিনা বেগম মিনু।

;

চট্টগ্রামে বিআরটিএ’র অভিযান: ১৭ মামলা ও ২৩ হাজার টাকা জরিমানা

ছবি: বার্তা২৪.কম

চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর দু’টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এসময় লাইসেন্স ও ফিটনেস না থাকা এবং সড়ক পরিবহন আইন না মানার কারণে চালক ও গাড়িকে ১৭টি মামলা, ২২ হাজার ৭০০ টাকা নগদ জরিমানা এবং ৮টি গাড়ি জব্দ করা হয়।

সোমবার (২২ এপ্রিল) বিআরটিএ, চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. মাসুদ আলমের নির্দেশনায় এই দু’টি অভিযান পরিচালনা করা হয়।

এরমধ্যে চট্টগ্রাম-কক্সবাজার (পটিয়া ক্রসিং) মহাসড়কে অভিযান পরিচালনা করেন বিআরটিএ, চট্টগ্রাম বিভাগের ভ্রাম্যমাণ আদালত নং-১২ এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্না এবং চট্টগ্রাম-কাপ্তাই আঞ্চলিক (রাউজান) সড়কে অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম।

বিআরটিএ, চট্টগ্রাম জানায়, বিআরটিএ চেয়ারম্যানের নির্দেশে সারাদেশের অন্যান্য জেলার মতো চট্টগ্রাম জেলার দু’টি গুরুত্বপূর্ণ মহাসড়কে বিভাগীয় পরিচালকের সার্বিক দিক-নির্দেশনায় দু’টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

এসময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পরিচালিত অভিযানে ১০টি মামলা ও ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে লাইসেন্স না থাকায় ৪টি মামলা ও ৮ হাজার টাকা এবং ফিটনেস না থাকা ও বিভিন্ন সড়ক পরিবহন আইন না মানার কারণে ৬টি মামলা ও ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ১টি মাইক্রোবাস, ১টি টেম্পু ও ৪টি অনিবন্ধিত সিএনজি চালিত অটোরিকশাকে জব্দ করা হয়।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পরিচালিত অভিযানে ৭টি মামলা ও ৬ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। এরমধ্যে লাইসেন্স না থাকায় ২টি মামলা ও ২ হাজার টাকা এবং ফিটনেস না থাকা ও বিভিন্ন সড়ক পরিবহন আইন না মানার কারণে ৫টি মামলা ও ৪ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও রেজিস্ট্রেশন বিহীন ২টি সিএনজিচালিত অটোরিকশাকে জব্দ করা হয়।

;

চট্টগ্রামে টেম্পুর ভেতরে যুবকের মৃত্যু

ছবি: বার্তা২৪.কম

চট্টগ্রাম নগরীতে চলন্ত যাত্রীবাহী টেম্পু গাড়ির ভেতরে মো. শুকুর আলী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি লক্ষ্মীপুর জেলার দালাল বাজারের হাজীবাড়ির মৃত মানিক মিস্ত্রির ছেলে। বর্তমানে তিনি সীতাকুণ্ডের একটি ভাড়া বাসায় থাকতেন।

তার মৃত্যুর কারণ নিয়ে জনমনে তৈরি হয়েছে কৌতুহল। তবে এ বিষয়ে পুলিশের ভাষ্য, ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর জানা যাবে মৃত্যুর কারণ।

সোমবার (২২ এপ্রিল) নগরীতে চলাচল করা একটি টেম্পু কর্ণেলহাট শ্যামলী বাস কাউন্টারের সামনে পৌঁছালে টেম্পুটি থামিয়ে সেখান থেকে নিস্তেজ অবস্থায় এক যাত্রীকে ধরাধরি করে নামিয়ে আনেন অন্য যাত্রীরা। পরে খবর দেওয়া হয় পাহাড়তলী থানা পুলিশকে। পরে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।

কর্ণেলহাট শ্যামলী বাস কাউন্টারের বাবুল আহমদ জানান, টেম্পুতে করে ছেলেটি আসছিল। মনে হয় সিটি গেটের দিকে কোথাও যাচ্ছিল। আমার কাউন্টারের সামনে এসে ছেলেটা নাকি অসুস্থ হয়ে পড়ে। ওরা কাউন্টারের সামনে গাড়ি ব্রেক করে নামিয়ে তাকে শুইয়ে দেয়। সেখানে সাথে সাথে ছেলেটি মারা যায়। পরে আমরা পুলিশে খবর দেই।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কেপায়েত উল্লাহ বলেন, কর্ণেলহাট এলাকায় এক যাত্রীর মৃত্যু খবর পেয়ে আমার অফিসার ঘটনাস্থলে যায়। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রথমে তার কোন পরিচয় শনাক্ত করতে পারেনি। পরে ফেসবুকে পোস্ট করার পর তার মামা আসেন। তার মা-বাবা কেউ নাই, মারা গেছেন।

ওসি আরও বলেন, ফৌজদারহাট জলিল থেকে আসছিলেন তিনি। তিনি সেখানেই থাকতেন। টেম্পুর সিটে বসা ছিলেন। লাশ ইতোমধ্যেই পোস্টমর্টেম করা হয়েছে। একটু পর আত্মীয়ের কাছে লাশ হস্তান্তর করা হবে। পোস্টমর্টেম রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।

;

দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড

ফাইল ছবি

দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে সোমবার (২২ এপ্রিল) রাত ৯টায়। এ সময় ১৬ হাজার ২৩৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে বলে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে।

বিদ্যুৎ বিভাগ বলেছে, বর্তমানে দেশব্যাপী চলছে তীব্র তাপদাহ। এই মুহূর্তে জনজীবনে স্বস্তি বজায় রাখতে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনে বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, এর আগে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল গতকাল ১৫ হাজার ৬৬৬ মেগাওয়াট।

;

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *