আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতিতে রাজি হতে পারে ইসরায়েল

ডেস্ক রিপোর্ট: চলমান ইসরায়েল-হামাস সংঘাতের এবার যুদ্ধবিরতিতে ইসরায়েল রাজি হতে পারে বলে জানা গেছে। 

বুধবার (৮ নভেম্বর) কাতারের একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

গত ৭ অক্টোবর বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালিয়ে ১ হাজার ৪০০ ইসরায়েলিকে হত্যা করা ছাড়াও প্রায় ২৫০ জনকে গাজায় ধরে নিয়ে আসে হামাস। জিম্মিদের মধ্য থেকে ১০ থেকে ১৫ জনকে মুক্তি দিতে পারে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। 

এই ১০-১৫ জনকে মুক্তি দেওয়ার মাধ্যমে গাজায় এক অথবা দুই দিনের যুদ্ধবিরতিতে রাজি হতে পারে ইসরায়েল।

নাম গোপন রাখার শর্তে সূত্রটি বলেছে, ’১০ থেকে ১৫ জিম্মিকে ছাড়িয়ে নিতে কাতারের মধ্যস্থতায় ও যুক্তরাষ্ট্রের সহযোগিতায় আলোচনা চলছে। তাদের মুক্তি দেওয়ার বদলে দুই বা এক দিনের যুদ্ধবিরতি হতে পারে।’

উল্লেখ্য, এরমধ্যে এখন পর্যন্ত মাত্র ৪ জনকে মুক্তি দিয়েছে তারা।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *