সারাদেশ

চট্টগ্রামে একদিনে বিএনপির ১৫ নেতাকর্মীকে গ্রেফতারের অভিযোগ

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামে একদিনে বিএনপির ১৫ নেতাকর্মীকে গ্রেফতারের অভিযোগ

ছবি: বার্তা২৪.কম

বিএনপির ডাকা তৃতীয় দফা অবরোধের প্রথম দিনে চট্টগ্রামের ১৫ জন গ্রেফতার করা হয়েছে বলে দাবি দলটির। একই সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে গিয়ে তাদের আটক করতে না পেরে পরিবারের অন্য সদস্যদের ধরে নিয়ে যাচ্ছে বলেও দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) রাতে চট্টগ্রাম মহানগর বিএনপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার পতনের একদফা দাবী এবং বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সহ নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বিএনপির ডাকা ৩য় দফা অবরোধের প্রথম দিনে নগরী ও জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, সমাবেশও পিকেটিং করেছে চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীরা। অবরোধকে কেন্দ্র করে পুলিশ বিএনপির আরো ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। 

অবরোধ ও হরতালকে কেন্দ্র করে পুলিশ চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার করছে। বিএনপি নেতাকর্মীদের বাড়িতে গিয়ে তাদের আটক করতে না পেরে পরিবারের অন্য সদস্যদের ধরে নিয়ে যাচ্ছে। টার্গেটকৃত ব্যক্তিকে বাসায় না পেয়ে তাদের পিতা, ভাই কিংবা অন্য সদস্যদের অন্যায়ভাবে আটক করে নিয়ে যাচ্ছে।

পতেঙ্গা থানা পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলার ছোট ভাই মোহাম্মদ শফিউল আলমকে বাসা থেকে এবং পতেঙ্গা থানা যুবদল নেতা শাহিনকে না পেয়ে তার ভাই আলী নুরকে গ্রেফতার করেছে।

আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সুমনকে না পেয়ে তার বৃদ্ধ বাবা মোহাম্মদ কবিরকে তার বায়েজিদ বাংলা বাজারস্থ দোকান থেকে বায়েজিদ থানা পুলিশ গ্রেফতার করে কারাগারে পাঠিয়ে দিয়েছে।

নগর বিএনপি জানায়, অব‌রো‌ধের প্রথম দিন বুধবার সকালে নগরীর খুলশী এলাকায়, আগ্রাবাদ এক্সেস রোড, জিইসি মোড় থেকে নাসিরাবাদ দৈ‌নিক পূর্ব‌কোনের সামনে পর্যন্ত, দুপুরে বদ্দারহাট আরাকান সড়কের সিএন্ডবি এলাকায়, আগ্রাবাদ চৌমুহনী এলাকায়, তুলাতলী বিশ্বরোড, পাহাড়তলী পুলিশ বিট রেলগেইট, চাঁন্দগাও বাহির সিগনাল এলাকায়, সিনেমা প্যালেস মোড়, খুলশী আমবাগান সড়ক, ডবলমুরিং চৌমুহনী হালিশহর সড়কে, বায়েজিদ ২ নং জালালাবাদ সড়ক, প্রবর্তক মোড়, রাহাত্তারপুল এক কিলোমিটার, আকবর শাহ চক্ষু হাসপাতাল এলাকায় মিছিল ও সমাবেশ করেছে দলীয় নেতাকর্মীরা।

চট্টগ্রাম মহানগর বিএনপি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মো. ইদ্রিস আলী বার্তা২৪.কম-কে বলেন, ‘অবরোধ চলাকালে গত ২৪ ঘন্টায় পুলিশ মহানগর এলাকা থেকে ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।’

বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রয়োজন ২০০ বিলিয়ন ডলার 

ছবি: বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

বিদ্যুৎ ও জ্বালানি খাতের যথাযথ বিকাশের জন্য আগামী ১০ বছরে ২০০ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। 

বুধবার (৮ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে পেট্রোবাংলা এবং যুক্তরাষ্ট্রের এক্সেলারেট এনার্জির মধ্যে দীর্ঘমেয়াদি এলএনজি বিক্রয় -ক্রয়, এমএলএনজি সম্প্রসারণ এবং পায়রা টার্মশিট চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

তিনি আরও বলেন, এতে প্রযুক্তিতে ব্যাপক পরিবর্তন আসবে। বিশাল বিনিয়োগের সুযোগ হবে। গভীর সমুদ্রে অনুসন্ধানে কাজেও ব্যাপক বিনিয়োগ আসবে। বিশ্বের নামিদামি কোম্পানিগুলোর আগ্রহ ব্যাপক। 

চুক্তিটিতে পেট্রোবাংলার বোর্ড সচিব রুচিরা ইসলাম এবং যুক্তরাষ্ট্রের এক্সেলারেট এনার্জির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট র‍্যামন ওয়াংদি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। 

প্রতিমন্ত্রী বলেন, বিগত ১৫ বছরে বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতের অগ্রগতি লক্ষণীয়। বার্ষিক কর্ম সম্পাদন বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন প্রতিটি ক্ষেত্রেই  বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ ঈর্ষণীয় সাফল্য দেখায়। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। এখন সাশ্রয়ী মূল্যে মান সম্পন্ন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছানই একটি চ্যালেঞ্জ। 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সঙ্গে থেকে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য সরকার নিবেদিত হয়ে কাজ করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, বিগত ৩ বছরে  বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য বাংলাদেশকে শুধু জ্বালানি খাতেই অতিরিক্ত ১৪ বিলিয়ন মার্কিন ডলার খরচ করতে হয়েছে। 

তিনি আরও বলেন, ‘আমাদের অর্জনগুলো সুসংগঠিত করতে পারলে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা সময়ের ব্যাপার মাত্র। জ্বালানির বহুমুখীকরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সৌর বিদ্যুৎ হিতে ১১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প নেওয়া হয়েছে।’

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বক্তব্য রাখেন। 

;

অবরোধের ৬ দিনে ৩.৫ বিলিয়ন ডলারের বেশি অর্থনৈতিক ক্ষতি: জয়

ছবি: সংগৃহীত

শুধু মাত্র ২৮ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত বিএনপি-জামায়াত ও তাদের সহযোগীদের ডাকা মোট ছয় দিনের অবরোধ ও হরতালে দেশের অর্থনীতির আনুমানিক ক্ষতির পরিমাণ ৩.৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

বুধবার (৮ নভেম্বর) তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে এ তথ্য জানান।

পোস্টে তিনি লেখেন, ‘অবরোধ ও হরতালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর এবং এসএমই খাত। সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে, যা আমদানিকারক এবং রপ্তানিকারক উভয়কেই ইতিমধ্যেই সংকটজনক অর্থনৈতিক সময়ে ক্ষতিগ্রস্ত করছে। শিশু ও যুবকদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।’

;

হরতাল-অবরোধের কারণে বিদেশিরাও আস্থা হারায়: পরিকল্পনামন্ত্রী

ছবি: বার্তা২৪.কম

হরতাল অবরোধের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। এতে উন্নয়ন ব্যাহত হয়। বিদেশিরাও আস্থা হারায় বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।

মন্ত্রী বলেন, যারা হরতাল অবরোধ করছে তারা উন্নয়ন চোখে দেখে না। উন্নয়ন বুঝে দেশের সাধারণ ও খেটে খাওয়া মানুষ। যারা কথা বলতে চায় তাদের সঙ্গে আলোচনা চলে, পাথরের সাথে আলোচনা হয় না। 

বুধবার (৮ নভেম্বর)সন্ধ্যায় সিলেটে বিএনপির সাথে সংলাপের সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমনটি বলেন।

এরপরে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পক্ষ থেকে পরিল্পনামন্ত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়। 

সিসিকের নগর ভবন প্রাঙ্গণে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে প্রদত্ত সংবর্ধনার জবাবে এমএ মান্নান বলেন, ‘আমি আপনাদের মানুষ, এটা আমার শহর। অবশ্যই আমি সিলেট সিটি করপোরেশনের উন্নয়নে আগের মতো ভবিষ্যতেও আর বেশী করে কাজ করবো।’

তিনি বলেন, ‘সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে আমি এবং সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আব্দুল মুহিত সর্বোচ্চ সহযোগীতা করেছি। তার ধারবাহিকতা অবশ্যই বজায় থাকবে। সিলেটে একটা প্রকৌশল বিশ্ববিদ্যালয় হবে। ঢাকা-সিলেট ৬ লেনের কাজ শুরু হয়েছে। সিলেট-সুনামগঞ্জ সড়ক ৪ লেনে উন্নীত হবে। মৌলভীবাজারেও বিশ্ববিদ্যালয় ও মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে। শেখ হাসিনা সারাদেশের সুষম উন্নয়ন চান।’

তিনি বলেন, ‘জাতির সামনে এখন পরীক্ষার সময়। আমাদের পথ বেছে নিতে হবে। উন্নত বিশ্বের মতো আত্মমর্যাদা রক্ষা করে আমরা চলতে পারবো কি না এখন তারই পরীক্ষা চলছে। ক্ষমতার লোভে কিছু মানুষ ব্যক্তিগত প্রতিহিংসায় যেসব অপতৎপরতা চালাচ্ছেন তা কতটা উচিৎ বা অনুচিৎ আপনাদেরকেই তা নির্ধারণ করতে হবে।’

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার আগে উন্নয়ন পরিকল্পনায় দেশের ৮০ হাজার গ্রাম ছিলোনা। তিনিই প্রথম তা বাস্তবায়ন করেছেন। তার অন্যতম প্রকল্প গ্রাম হবে শহর। এই অঞ্চলে প্রথম শেখ হাসিনা গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। তিনি গ্রামের দরিদ্র মানুষের স্বাস্থ্য সেবার জন্য কমিনিটি ক্লিনিকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ দিচ্ছেন

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, বৃহত্তর সিলেটের কৃতি সন্তান পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তিনি দেশকে নিয়ে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছেন। তিনি আমাদের অভিভাবক। সিলেটের উন্নয়নে তার সহযোগীতার হাত অবশ্যই আরও প্রসারিত হবে। এটা আমাদের বিশ্বাস।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।

;

পটুয়াখালীতে ৭ ডাকাত গ্রেফতার

ছবি: বার্তা২৪.কম

পটুয়াখালী জেলার বাউফলে একাধিক ডাকাতির সাথে জরিত ৭ জনকে বিশেষ অভিযান এর মাধ্যমে গ্রেফতার করেছে পটুয়াখালী জেলা পুলিশ।

তারা হলেন, কনকদিয়ার উজ্জল হোসেন সাহেদ, কালাইয়ার বাচ্চু সরকার, পূর্ব কালাইয়ার জুলহাস মাতব্বর, পিরোজপুর ইন্দুরকানির নজরুল শেখ, কালাইয়া ২নং ওয়ার্ডের সুমন হোসেন ও আমিনুল ইসলাম এবং গৌরনদীর রনি সর্দার।

পটুয়াখালী পুলিশ সুপার মো:সাইদুল ইসলাম জানান, বেশ কিছু দিন ধরে বাউফলের বিভিন্ন এলাকায় ডাকাটির ঘটনা ঘটতেছে। এ নিয়ে কাজ শুরু করে জেলা পুলিশ।  গোপন সংবাদ এর ভিত্তিতে পুলিশ জানতে পারে ডাকাত চক্রটি হানিফ পরিবহন করে পটুয়াখালী আসছে। 

পরবর্তীতে জেলা গোয়েন্দা পুলিশ ইনচার্জ এবং বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার এর নেতৃত্বে একটি টিম মাদারিপুর মহাসড়কে অভিযান চালিয়ে বাচ্চু, উজ্জল, জুলফু ও নজরুল কে গ্রেফতার করে। 

পরে তাদের তথ্যের ভিত্তিতে গৌরনদীর বাটাজোর এ অভিযান চালিয়ে সর্দার রনিকে আটক করা হয়। এবং বাউফলে অভিযান চালিয়ে আমিনুর এবং সুমন কে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছে ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি ও ৪ টি রানদা উদ্ধার করা হয়।  

তিনি আরও বলেন,  তাদের নামে বিভিন্ন থানাতে একাধিক ডাকাতির মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে পরপর্তী আইনি প্রক্রিয়া চলমান। 

;

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *