ইসরায়েলকে সামরিক আইন মেনে চলার আহ্বান যুক্তরাষ্ট্রের
ডেস্ক রিপোর্ট: গাজায় বেসামরিক মৃত্যু খুব বেশি হচ্ছে বলে উল্লেখ করে ইসরায়েলকে সামরিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট ফরেন রিলেশন্স কমিটির ডেমোক্র্যাট সদস্য ক্রিস মারফি।
মার্কিন সিনেটর ক্রিস মারফি বলেছেন, গাজায় বেসামরিক মৃত্যুর সংখ্যা খুব বেশি এবং অবরুদ্ধ ফিলিস্তিনি ছিটমহলে ইসরায়েলের সামরিক কৌশল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপির তথ্যমতে, সিনেটে ২০ জন সহকর্মীরসহ মারফি বুধবার (৮ অক্টোবর) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে ইসরাইলকে যেন বেসামরিকদের সুরক্ষা সহ যুদ্ধের আইন মেনে চলা এবং ভুল থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানানো হয় সে কথা উল্লেখ করা হয়।
মারফি বলেন ইসরায়েলের কৌশল এবং শেষ লক্ষ্য যদি হামাসকে পরাজিত করা হয়, তবে বেসামরিক হতাহতের এসব হামলা অবশ্যই নৈতিক মূল্যবোধের সাথে অসামঞ্জস্যপূর্ণ। মারফি এই বিষয়ে উদ্বিগ্ন বলে একটি সাক্ষাত্কারে এএফপিকে বলেছেন।
মারফি আরও বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে, কিন্তু বেসামরিক হতাহতের ঘটনা এড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বর হামলায় প্রতিনিয়ত বাড়ছে নিহতের সংখ্যা। হামাস ও ইসরাইল যুদ্ধ শুরুর পর গাজায় ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এরমধ্যে শিশু ও অপ্রাপ্তয়স্কদের সংখ্যা ৪ হাজারের বেশি। চলমান সংঘাতে এত সংখ্যক বেসামরিক মানুষের নিহতের ঘটনায় আবারও ইসরাইলের কঠোর সমালোচনা করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।