সারাদেশ

শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রি 

ডেস্ক রিপোর্ট: শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রি 

ছবি: সংগৃহীত

সারাদেশে এক কোটি কার্ডধারী নিম্ন আয়ের ক্রেতাদের মাঝে ভর্তুকি মূল্যে নভেম্বর মাসের পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তবে এ দফায় পেঁয়াজ বিক্রি করা হবে না।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাজধানীর মালিবাগ আবুজর গিফারী কলেজ সংলগ্ন পিডব্লিউডি কলোনী অডিটোরিয়ামে সকাল ১০টায় এ কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

 বুধবার (৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন ফ্যামিলি কার্ডধারী ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল, ৬০ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল, ৭০ টাকা দরে সর্বোচ্চ ১ কেজি চিনি  ও ১০০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। তবে এবার পেঁয়াজ বিক্রি করছে না টিসিবি।

তবে চিনি সব পয়েন্টে পাওয়া যাবে না। প্রাপ্যতাসাপেক্ষে কয়েকটি স্থানে বিক্রি করা হবে। তবে কোন কোন এলাকায় চিনি বিক্রি হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফ্যামিলি কার্ডধারীদের নির্ধারিত ডিলারের কাছ থেকে পণ্য সংগ্রহ করতে হবে।

কেমন থাকবে আজকের আবহাওয়া

ছবি: সংগৃহীত

সারাদেশে অনুভূত হচ্ছে শীতের আমেজ। বৃষ্টি বন্ধ হওয়ার পর থেকেই আবহাওয়া শুষ্ক অবস্থা বিরাজ করছে। 

বৃহস্পতিবার (৯ নভেম্বর)ও এ প্রবণতা বিরাজ করতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (১০ নভেম্বর) আবহাওয়ার অবস্থা অপরিবর্তিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

৮ নভেম্বর দেশের সর্বনিম্ন ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায় সর্বনিম্ন ২২.৭ এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ ডিগ্রি সেলসিয়াস।

;

চাঁপাইনবাবগঞ্জে কোটি টাকার ভারতীয় পোষাক জব্দ

ছবি: বার্তা২৪.কম

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় উদ্ধার করেছে ৫৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (৭ নভেম্বর) রাতে এসব শাড়ি, থ্রিপিস, শাল উদ্ধার করা হয়। তবে এ সময় কাওকে আটক করতে না পারলেও ট্রাকটি জব্দ করেছে বলে নিশ্চিত করে বিজিবি কর্তৃপক্ষ।

এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

বুধবার (৮ নভেম্বর) দুপুরে গোবরাতলা ব্যাটালিয়ন সদর দপ্তরে এক প্রেস ব্রিফিং এ সংবাদ কর্মীদের অবগত করে বলেন, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শুল্ক স্থল বন্দর চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থল বন্দর থেকে মিথ্যা ঘোষণা দিয়ে ভারতীয় ক্লে এর আড়ালে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রিপিস ও শাল চাদর আনার নিজস্ব গোপন গোয়েন্দা সূত্রের ভিত্তিতে মঙ্গলবার (৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১ টায় ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির নায়েব মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি চৌকশ টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৪/২-এস হতে ৮ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকার ভেহিক্যাল স্ক্যানার রাস্তায় যানবাহন তল্লাশি শুরু করে।

এ সময় সোনামসজিদ হতে কানসাট মুখী একটি ট্রাক যার নাম্বার (ঢাকা মেট্রো ট-২২-৬৩৮৩) কে টহল দল থামার জন্য সংকেত দিলে এর চালক মালামাল ভর্তি ট্রাক থামিয়ে কৌশলে ফেলে অন্ধকারে পালিয়ে যায় বলে জানান তিনি।

তিনি আরও জানান, পরে ফেলে যাওয়া ট্রাক বুধবার (৮ নভেম্বর) সকাল ৯ টায় ব্যাটালিয়ন সদর দপ্তরের বিজিবি, ম্যাজিস্ট্রেট, পুলিশ ও কাস্টমস কর্মকর্তার সম্মুখে তল্লাশী করে ২ শত বস্তা চায়না ক্লে পাউডারের নিচে ঘোষণা বহির্ভূত কোটি টাকা সম মূল্যের ভারতীয় ২৭০ পিস শাড়ি, ৯১০ পিস থ্রিপিস ও ১৭০০ পিস শাল চাদর উদ্ধার করতে সক্ষম হয়।

এ বিষয়ে কাস্টমস কর্মকর্তা ইউনুস আলী বলেন, বিজিবি কর্তৃক উদ্ধারকৃত মালামাল মো. রফিকুল ইসলামের জন্য মুকুল ট্রেডার্স নামক একটি আমদানীকারক প্রতিষ্ঠান আমদানী করছিলো বলে তদন্তে পাওয়া গেছে। কাস্টমস কর্তৃপক্ষ প্রচলিত সরকারি আইনে এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং এসব অবৈধ মালামাল বিষয়ে কাস্টমস আরো সুক্ষ দৃষ্টি রাখবে বলে তিনি জানান।

পরে উদ্ধারকৃত মালামাল চাঁপাইনবাবগঞ্জ কাস্টমস হাউজে হস্তান্তর করা হয়েছে বলে জানান অধিনায়ক।

;

বরগুনার আমতলীতে সাকুরা পরিবহনের বাসে আগুন

ছবি: বার্তা২৪.কম

বিএনপি-জামায়াতের চলমান অবরোধ কর্মসূচির মধ্যে বরগুনার আমতলীর হাড় পাঙ্গাসিয়াতে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে যাত্রী নামিয়ে দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

পুলিশ ও ফায়ার সর্ভিস সূত্রে জানা গেছে, বুধবার (৮ নভেম্বর) রাত ৯টা ২২ মিনিটের দিকে বরগুনার তালতলী থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাওয়া সাকুরা পরিবহনটি আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া নামক স্থানে গেলে দুর্বৃত্তরা আগুন দেয়।  

এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও পুড়ে গেছে বাসটির বেশির ভাগ অংশ।

সাকুরা পরিবহনের সুপারভাইজার মাসুম বিল্লাহ জানান, আমাদের গাড়ীতে চালক, আমি ও হেলপারসহ ৪ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দশ্যে রওয়ানা দেই।  

আড়পাঙ্গাশিয়া বাজারের কাছাকাছি পৌছালে সড়কে গাছের গুড়ি ফেলে গাড়ীর গতিরোধ করে ৩/৪ জন র্দুবৃত্ত গাড়ীর পিছন থেকে আগুন লাগিয়ে  পালিয়ে যায়। আমরা গাড়ী থামিয়ে দ্রুত নেমে যাই। 

আমতলী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থালে এসেছি। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।

;

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিকে গলা কেটে হত্যা

ছবি: বার্তা২৪.কম

নরসিংদী শহরে কামরুজ্জামান (৪০) নামে এক সৌদি আরব প্রবাসীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৮ নভেম্বর) রাত ১০টার দিকে পৌর এলাকার ব্রাহ্মণপাড়া মহল্লায় এ হত্যার ঘটনা ঘটে।

নিহত কামরুজ্জামান নরসিংদী শহরের সাটিরপাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে। তিনি সৌদি আরব প্রবাসী ছিলেন, তিন মাস আগে তিনি দেশে ফিরেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, দেশে টিউশনি শিক্ষকতার পর কামরুজ্জামান দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত ছিলেন। তিন মাস আগে দেশে ফিরে তিনি আবারও টিউশনি শুরু করেন।

বুধবার সন্ধায় সাটিরপাড়ার বাড়ি থেকে বের হন। রাত ৯টার দিকে দুর্বৃত্তরা ব্রাহ্মণপাড়ার গুরুদাস নামক এক ব্যক্তির বাড়ির ছাদে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে পালিয়ে যায় দুর্বত্তরা।

হত্যার কারণ জানতে ও জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া।

;

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *