ম্যাথিউসের ভাইয়ের হুমকি-ধমকির পর সাকিবের পাশে গল টাইটান্স
ডেস্ক রিপোর্ট: টাইমড আউট বিতর্ক গড়িয়েছে বহুদূর। সেখানে ভালোভাবে দেখা গেল দুই পক্ষ। কেউ আছেন সাকিব আল হাসানের পক্ষে। কেউবা স্পোর্টসম্যান স্পিরিটের প্রেক্ষিতে এটিকে দেখছেন হেয় করে। আলোচনা-সমালোচনার ভিড়ে সবচেয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেন অ্যাঞ্জেলো ম্যাথিউসের ভাই ট্রেভিন ম্যাথিউস।
ম্যাথিউসের ভাই জানান, সাকিব যদি শ্রীলঙ্কায় কোনো আন্তর্জাতিক বা এলপিএল ম্যাচ খেলতে আসে, তাহলে তাকে পাথর ছুড়ে মারা হবে। তবে এমন বিস্ফোরক মন্তব্যের পর উলটো সাকিবকে সমর্থন জানান এলপিএলে তার ক্লাব গল টাইটান্স। এক ব্যক্তির মন্তব্য পুরো দেশের হতে পারে না বলে জানান ক্লাব কতৃপক্ষটি।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের এক পোস্টে টাইটান্স লিখেন, “দয়া করে মনে রাখবেন, একজন ব্যক্তির একক মন্তব্যে সমগ্র দেশের মতামতকে প্রতিফলিত করে না।”
পোস্টে ক্লাব কতৃপক্ষ আরও লিখেন, “শ্রীলঙ্কা কখনোই এমন আচরণ করবে না। আমাদের দেশের ক্রিকেট সমর্থকরা অন্য দেশের যেকোনো ক্রিকেটারকে অনেক ভালোবেসে গ্রহণ করবে।”
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।