ক্ষেতলাল

ক্ষেতলালে হিটস্ট্রোকে ভ্যানচালকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

জয়পুরহাটে ক্ষেতলালে হিটস্ট্রোকে বাবলু হোসেন (৫৫) নামে এক ভ্যান চালকের মৃত্যুর ঘটনা ঘটেছে। 

সোমবার (২৯ এপ্রিল) জেলার আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত বাবলু হোসেন ক্ষেতলাল উপজেলার বড়াইল গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন ভ্যান চালক।

জানা যায়, সোমবার সকালে বাবলু হোসেন তার এলাকার এক কৃষকের আলু তার ভ্যানে নিয়ে বিক্রির জন্য পার্শ্ববর্তী উপজেলার গোপিনাপুর বাজারে যায়। সেখানে আলু বিক্রি শেষে ওই কৃষকের সাথে বাজারের একটি ভাতের হোটেলে দুপুরের খাবার খায়। খাবার কিছুক্ষণ পর সে বমি করতে শুরু করে। বমি করতে করতে অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে সেখানেই তার মৃত্যু হয়।

বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু রাশেদ আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আলু বিক্রি করতে গিয়ে দুপুরের খাবার শেষে বমি করতে করতে তার মৃত্যু ঘটে। তিনি যথেষ্ট সুস্থ সবল একজন মানুষ ছিলেন। তীব্র গরমের কারণেই তিনি স্টোক করে মারা গেছেন। বিকেলে নিজ গ্রামে জানাযা নামাজ শেষে তার দাফন সম্পূর্ণ হয়েছে। 

মোঃ আমানুল্লাহ আমান।

 

সংবাদটি প্রথম প্রকাশিত হয় ডেইলি জয়পুরহাট-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *