Uncategorizedজাতীয়

আছিয়ার পরিবারের দায়িত্ব নিল জামায়াত, জানালেন আমির

মাগুরায় নির্যাতনের শিকার হয়ে সিএমএইচে মারা যাওয়া শিশু আছিয়ার পরিবারের দায়িত্ব নিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ রবিবার সামাজিক মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ওই পোস্টে তিনি লিখেছেন, মাগুরার শিশু আছিয়ার পরিবার নিতান্তই একটি অসহায় পরিবার। তার পিতা একজন মানসিক রোগী।

এ পরিবারে অন্য কোনো পুরুষ সদস্য নেই। মানবিক কারণে এই পরিবারের দায়িত্ব মহান আল্লাহর ওপর ভরসা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইনশাআল্লাহ নিচ্ছে। 

জামায়াত আমির আরো লিখেছেন, ইতিমধ্যে মজলুম এই পরিবারের সদস্যবৃন্দকে তা অবহিত করা হয়েছে। সবার কাছে দোয়ার আবেদন, আল্লাহ তায়ালা যেন সঠিকভাবে এ দায়িত্ব পালনে আমাদের তাওফিক দান করেন।

আমিন। 

গত বৃহস্পতিবার (১২ মার্চ) মৃত্যুর পর মাগুরার শ্রীপুরের সোনাইকুণ্ডীতে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *