ক্ষেতলাল

একদিন পর ক্ষেতলালের ইউএনওর বদলির আদেশ স্থগিত, এলাকায় স্বস্তি

ডেস্ক রিপোর্ট:  

বদলির আদেশের প্রজ্ঞাপন জারির একদিন পর জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আফতাবুজ্জামান-আল ইমরানসহ তিন জন ইউএনওর বদলির আদেশ স্থগিত করা হয়েছে। 

উপজেলা পরিষদ নির্বাচনের এক সপ্তাহ আগে (গত মঙ্গলবার ৩০ এপ্রিল) ইউএনও মোঃ আফতাবুজ্জামান-আল-ইমরানের বদলির আদেশে এলাকায় নানান কানাঘুষা শুরু হয়েছিল। 

আজ বুধবার (১লা মে) সকালে আগের দিনের বদলির আদেশ স্থগিত করে প্রজ্ঞাপন জারি করা হয়। ইউএনওর মোঃ আফতাবুজ্জান-আল-ইমরানের বদলির স্থগিত আদেশে ক্ষেতলালে সাধারণ ভোটারদের মধ্যে স্বস্তি ফিরেছে।

ইউএনও মোঃ আফতাবুজ্জামান-আল-ইমরান গত বছরের ১২ ডিসেম্বর ক্ষেতলালে যোগদান করেন। ৪ মাস ২০ দিনের মাথায় ৩০ এপ্রিল রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ফয়সাল আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকেসহ তিন জনকে বদলি করা হয়। উপজেলা পরিষদ নির্বাচনের এক সপ্তাহ আগে ইউএনও মোঃ আফতাবুজ্জামান-আল-ইমরানের বদলির খবরে সাধারণ ভোটারদের মধ্যে নানান কানাঘুষা শুরু হয়েছিল। অনেকেই ইউএনওর বদলিতে উপজেলা পরিষদের নির্বাচন অবাধ-সুষ্ঠ ও নিরপেক্ষ হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। আজ বুধবার ইউএনও বদলির আদেশ স্থাগিত হওয়ার পর সাধারণ ভোটারদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এদিকে তাঁর বদলির আদেশ স্থগিতের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে অনেককেই আলহামদুলিল্লাহ লিখে পোস্ট করতে দেখা যাচ্ছে।

সেচ্ছাসেবী সংগঠন উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশনের সভাপতি ফিরোজ হোসেন বলেন, ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার একজন সৎ, মানবিক ও ধার্মিক ব্যক্তি । তিনি এখন পর্যন্ত ক্ষেতলালকে নিয়ে যেসব করেছেন তা সত্যিই প্রশংসনীয়। তিনি ক্ষেতলালে থাকলে ক্ষেতলালের মানুষ এর সুফল পাবেন। গতকাল হঠাৎ তাঁর বদলির কথা শুনে অনেক খারাপ লেগেছিল। আজকে যখন তাঁর বদলির আদেশ স্থগিতের খবরটি শুনি তখন যে কি পরিমাণ খুশি হয়েছি তা বলে বুঝানো যাবেনা।

ক্ষেতলাল প্রেসক্লাবের সহ সভাপতি সিনিয়র সাংবাদিক আজিজার রহমান বলেন, ক্ষেতলাল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চার জন প্রার্থীর তিনজনই আওয়ামী লীগ নেতা। নির্বাচনের ১ সপ্তাহ আগে হঠাৎই ক্ষেতলালের ইউএনও মোঃ আফতাবুজ্জামান-আল ইমরানের বদলির আদেশ হয়। তাঁর বদলি নিয়ে একপক্ষ উল্লাস করেছে। যার ফলে সাধারণ ভোটারদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছি। ইউএনওর বদলির আদেশ স্থগিতের পর ভোটারদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আফতাবুজ্জামান-আল-ইমরান বলেন, গতকাল আমার বদলির আদেশ হয়েছিল। আজকে আবার সেই আদেশ স্থগিত হয়েছে। সরকারি যখন যে আদেশ আসবে সেটি মানতে বাধ্য।

মোঃ আমানুল্লাহ আমান।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় ডেইলি জয়পুরহাট-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *