জয়পুরহাট জেলাজয়পুরহাট সদরজাতীয়
দুস্থদের চাল বিতরণ নিয়ে সোস্যাল মিডিয়ায় মিথ্যা সংবাদের প্রতিবাদ জয়পুরহাট জেলা জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে ভিত্তিহীন মিথ্যা তথ্য প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখার সহকারি সেক্রেটারি ও প্রচার এবং মিডিয়া সম্পাদক মুহাঃ হাসিবুল আলম। আজ মঙ্গলবার (১৮ মার্চ ২৫) বিবৃতিতে তিনি বলেন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া “ঈদ উপলক্ষে বিশেষ সহায়তা জয়পুরহাটে দুস্থদের চালে রাজনীতির থাবা” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে ভিত্তিহীন মিথ্যা তথ্য প্রকাশের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
উল্লেখিত প্রতিবেদনে বলা হয় রাজনৈতিক চাপ প্রয়োগ করে ভিজিএফ এর চাল রাজনৈতিক দলের মধ্যে কোঠার ভিত্তিতে বন্টন করতে হবে। এক্ষেত্রে আমাদের স্পষ্ট বক্তব্য হল বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো পেশি শক্তির রাজনীতি করেনি এবং সামনের দিকেও করবে না। জামায়াত একটি গঠনতান্ত্রিক ও সুশৃঙ্খল রাজনৈতিক দল। সুতরাং রাজনৈতিক চাপ প্রয়োগ করার কোন প্রশ্নই ওঠেনা। জয়পুরহাট পৌরসভায় জামায়াতের ৪৫০টি ভিজিএফ কার্ডের কথা বলা হয়েছে তা ওয়ার্ড ভিত্তিক দুস্থ অসহায় মানুষের মাঝে সঠিক ভাবে পৌঁছাতে তদারকি করেছে মাত্র।
তিনি বলেন, জামায়াতের ভাবমর্যাদা ক্ষুণ্ন করার হীনউদ্দেশ্যেই একটি বিশেষ মহল জামায়াতে ইসলামীর বিরুদ্ধে এ ধরনের ভিত্তিহীন মিথ্যা প্রচারণা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। সাংবাদিক নীতি-নৈতিকতার ন্যূনতমবোধ যাদের মধ্যে আছে, তাদের পক্ষে এ রকম বিবেকবর্জিত অবিশ্বাস্য রিপোর্ট প্রকাশ করা অকল্পনীয়।
জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়।
জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা প্রচারণা চালানো থেকে বিরত থাকার জন্য সংবাদ কর্মী ও সচেতন মহলের প্রতি আহবান জানাচ্ছি। আমি আশা করি, তারা প্রতিবেদনটি সংশোধন করে বিভ্রান্তি নিরসন করবেন ।