দেশ যদি সঠিক ভাবে চলতো, জামায়াতের অস্তিত্ব থাকতো না: ফজলুর রহমান

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন, “যদি দেশ সঠিকভাবে পরিচালিত হতো, তাহলে আজ জামায়াতের অস্তিত্ব থাকতো না।”
তিনি দাবি করেন, মুক্তিযুদ্ধের সময় যারা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের স্বাভাবিক রাজনৈতিক ভূমিকা থাকার কথা ছিল না। তবে সময়ের বিবর্তনে তারা রাজনীতির অংশ হয়ে উঠেছে, যা মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ করেছে।
বিগত দুই দশকের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে ফজলুর রহমান বলেন, “আমি দেখেছি, বেগম খালেদা জিয়া অত্যন্ত ভালোভাবে রাজনৈতিক সহাবস্থান বজায় রেখেছিলেন। আমরা যারা তার আশেপাশে ছিলাম, তারেক রহমানসহ দলের শীর্ষ নেতৃত্ব সবাই একসঙ্গে কাজ করেছি। কিন্তু এখন বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও আক্রমণের শিকার হতে হচ্ছে, যা অকল্পনীয়।”
তিনি আরও বলেন, “আমি নিজে একজন মুক্তিযোদ্ধা। কিশোরগঞ্জ জেলার মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে আমি যুদ্ধ করেছি। অথচ সেখানেই দেখেছি, স্বাধীনতার বিরোধিতাকারী অনেকেই পরবর্তীকালে সমাজে বড় মাওলানা ও নেতা হয়ে উঠেছে।”
জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, “একদিনের জন্যও জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধিতার ভুল স্বীকার করেনি। বরং তারা এখন বলার চেষ্টা করছে যে শেখ মুজিব পাকিস্তানের পক্ষে ছিলেন। অথচ ইতিহাস বলে ভিন্ন কথা। তাদের এই চালাকির কারণেই তারা মুক্তিযুদ্ধের সময় ভুল সিদ্ধান্ত নিয়েছিল এবং পরবর্তীতে তাদের অস্তিত্ব সংকটে পড়ে।”
শাহবাগ আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, “আমি শাহবাগ আন্দোলনের পক্ষে ছিলাম না, কিন্তু বিরোধিতাও করিনি। এই আন্দোলন মুক্তিযুদ্ধের চেতনাকে পুনর্জাগরণের চেষ্টা করেছিল, তবে এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্যও ছিল।”
তিনি আরও বলেন, “দেশে গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত হলে, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে অবস্থান নেওয়া জামায়াতের রাজনীতি টিকতে পারতো না। কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে তারা এখনও টিকে আছে, যা দেশের ভবিষ্যতের জন্য ভালো লক্ষণ নয়।”