সিরিজে জয়েই নজর জ্যোতিদের
ডেস্ক রিপোর্ট: এর আগে পাকিস্তানের বিপক্ষে কোনো ফরম্যাটেই সিরিজ জিতেছিল না বাংলাদেশের মেয়েরা। তবে তা বদলেছে সফরের শুরুতেই। টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়ে। চট্টগ্রাম থেকে সেই আত্মবিশ্বাস নিয়ে মিরপুরে ফিরে শুরতে ধাক্কা খায় নিগার সুলতানা জ্যোতির দল। অবশ্য পরের ম্যাচে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। সামনে এবার আরও একটি ইতিহাসের হাতছানি। সিরিজ জয়ে ওমেন্স চ্যাম্পিয়নশিপে পয়েন্ট বাড়ানোর পাশাপাশি নিজেদের র্যাংকিংয়েও উন্নতি আনার সুযোগ নারী ক্রিকেট দলের সামনে।
দ্বিতীয় ম্যাচে দারুণ সেই জয় আত্মবিশ্বাসকে আরও একবার চাঙ্গা করেছে জ্যোতিদের। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক জ্যোতির বক্তব্যেও পাওয়া গেল সেই আভাস।
জ্যোতি বলেন, “প্রথমত কাল একদম একটা ফ্রেশ ডে। মহান আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, কারণ আমাদের একটা সুযোগ করে দিয়েছেন। যেভাবে আমরা গত ম্যাচে জিতেছি, অবশ্যই আমাদের জন্য অনেক অনেক বড় একটা সুযোগ থাকবে। আরো ভালো ক্রিকেট খেলে যেন পরবর্তী ম্যাচ জিতে যেন সিরিজটা নিশ্চিত করতে পারি।”
দলের সবার পুরো নজর এখন সিরিজের দিকেই। সেই লক্ষ্য নিয়েই মাঠে নামবে মারুফা-ফারজানারা।
জ্যোতি আরও বলেন, “ড্রয়ের দিকে আমার তো আর চিন্তাভাবনা নেই। দেখেন, আমাদের হাতে অনেক বড় সম্ভবনা আছে সিরিজটা নেওয়ার। সবকিছু নির্ভর করছে আমাদের ইতিবাচক ক্রিকেট খেলার উপর। আমরা চাই ইতিবাচক ক্রিকেট খেলে…। আমাদের জন্য অনেক বড় একটা অর্জন হবে, যদি আমরা সিরিজটা নিতে পারি।”
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আজ (শুক্রবার) মাঠে নামবে দুই দল। বাংলাদেশ সময় সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।