কালাই

কালাই উপজেলা নির্বাচন: ত্রিমুখী লড়ায়ে কে হচ্ছেন চেয়ারম্যান

ডেস্ক রিপোর্ট:

জয়পুরহাটের কালাইয়ে ৮মে অনুষ্ঠিত হবে উপজেলা নির্বাচনের ভোট। দেশব্যাপী অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনের প্রথম ধাপে উপজেলার ১ লাখ ২২ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 

এরই মধ্যে প্রার্থীদের প্রচার-প্রচারণা জমে উঠছে। বিরামহীনভাবে কর্মী- সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের দ্বারে-দ্বারে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীগণ। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলে মাইকিং, মিছিল, পথসভা ও গণসংযোগ।
এছাড়াও সকাল থেকে গভীর রাত পর্যন্ত কালাই উপজেলার বিভিন্ন বাজার ও মোড়ের হোটেল, রেস্তোরা এবং চায়ের দোকান গুলোতে প্রতিদ্বন্ধী প্রার্থীদের নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কে বসবেন কালাই উপজেলা চেয়ারম্যানের আসনে এ নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। উপজেলার বিভিন্ন এলাকায় পোষ্টারে-পোষ্টারে ছেয়ে গেছে। এ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তিনজন হলেও দ্বিমুখী লড়াই হবে বলে স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা গেছে।
রঙিন সাদাকালো পোস্টার, ব্যানারে ছেয়ে গেছে কালাই উপজেলার ৫টি ইউনিয়নের প্রতিটি গ্রাম ও পৌরসভার প্রতিটি ওয়ার্ড। গানে গানে সুরে সুরে মাইকিং, মোটরসাইকেল শোডাউন, সভা ও সমাবেশ। প্রচারণার শেষদিন আজকে রাত ১২টায়।
এ উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন (মোটরসাইকেল), সাবেক মেয়র ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল (আনারস), মাত্রাই ইউপি চেয়ারম্যান আ.ন.ম শওকত হাবিব তালুকদার লজিক এর সহধর্মিণী মিসেস সাবিনা হাবিব তালুকদার (ঘোড়া)।
ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- কালাই উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ছানোয়ার হোসেন (টিউবওয়েল), জয়পুরহাট পল্লী বিদ্যু সমিতির সাবেক পরিচালক আতাউর রহমান তালুকদার (চশমা), কালাই পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা (উড়োজাহাজ), কালাই উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম সরদার (মাইক), উপজেলা সেচ্ছাসেবক লীগের সহসভাপতি জহুরুল ইসলাম মন্ডল (তালা), কালাই উপজেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি মো. হেলাল উদ্দীন (বই), জিন্দারপুর ইউপি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ইউসুফ আলী সাজু (টিয়া)। 
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- কালাই উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেরিনা খাতুন (হাঁস), উপজেলা যুব মহিলা লীগের সভাপতি  মরিয়ম নেছা (কলসি), উপজেলা যুব মহিলা লীগের  সাংগঠনিক সম্পাদক সাবানা আক্তার (ফুটবল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধীতা করছেন।
সহকারী রির্টানিং অফিসার ও কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আগামী ৮মে কালাই উপজেলার ৩৭ টি কেন্দ্রে ১ লাখ ২২ হাজার ৭৩৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। 
এর মধ্যে পুরুষ ভোটার ৬০ হাজার ৫৫১ জন এবং মহিলা ভোটার ৬২ হাজার ১৮৫ জন। স্থানীয় প্রশাসন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বদ্ধ পরিকর।
আব্দুন নুর নাহিদ।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় ডেইলি জয়পুরহাট-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *