ছাড় দেওয়ার সময় নেই: সাবেক ইসরায়েলি কমান্ডার
ডেস্ক রিপোর্ট: ইসরায়েলি সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের সাবেক প্রধান আভি মিজরাহি ইসরায়েলের যুদ্ধের লক্ষ্যে পৌঁছানোর আগে কোনও ছাড়ের বিরুদ্ধে সতর্ক করেছেন।
শুক্রবার (১০ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
একটি অনলাইন সংবাদ সম্মেলনে মিজরাহি বলেন, ‘আমি মনে করি না যে এটি ফিলিস্তিনিদের বা পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে কোনো ছাড় দেওয়ার সময় এসেছে। গাজার যুদ্ধে জয়লাভ এবং হামাসের সমস্ত নেতাদের বের করে দেওয়া ইসরায়েল সরকারের যুদ্ধের লক্ষ্য। আমাদের প্রথমে সে লক্ষ্য অর্জন করতে হবে।’
মিজরাহি মন্তব্য করেন, ‘গাজার বেসামরিক নাগরিকদের জন্য সহায়তা এবং বন্দীদের নিয়ে আলোচনার জন্য নিরাপদ সময় দেওয়ার জন্য যুদ্ধবিরতিতে যেন সম্মত হয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর ক্রমবর্ধমান চাপ আসছে। তবে তাদের (হামাস) ছাড় দেওয়ার সময় নয এখন।’
উল্লেখ্য, বৃহস্পতিবার (৯ অক্টোবর) হোয়াইট হাউস জানিয়েছে, ইসরায়েল উত্তর গাজা থেকে বেসামরিক নাগরিকদের চলে যাওয়ার জন্য প্রতিদিন চার ঘণ্টা বিরতি দিতে সম্মত হয়েছে।
এদিকে নেতানিয়াহু ফক্স নিউজকে বলেছেন, ‘হামাস সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রয়েছে, তবে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট স্থানে, আমরা সংঘাতপূর্ণ অঞ্চল থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদে যাওয়ার সুবিধা দিতে চাই।’
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।