বিনোদন

জায়েদ খানকে নিয়ে যা বললেন ইধিকা

ডেস্ক রিপোর্টঃ ওপার বাংলায় ছোটপর্দার পরিচিত মুখ ইধিকা পাল। এখন টালিউডে সিনেমার অফার পাচ্ছেন তিনি। এরই মধ্যে ঢালিউডে সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন।

এমনকি জায়েদ খানের সঙ্গে কাজ করতেও আগ্রহ প্রকাশ করেছেন ভারতীয় নায়িকা ইধিকা পাল।

রাজধানীর একটি বিলাসবহুল হোটেলে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি। জায়েদ খানের বিপরীতে কাজ করবেন কিনা জানতে চাইলে ইধিকা বলেন, ‘ডেফিনেটলি! প্রস্তাব আগে পাই, তার পরে ভেবে দেখব।’

জায়েদকে চেনেন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তার প্রচুর নিউজ আমি দেখেছি। তিনি তো বেশ পরিচিত। আমাদের কলকাতার সায়ন্তিকা দিদির সঙ্গেও অভিনয় করেছেন। তখনও প্রচুর নিউজ দেখেছি।’

গত কয়েক দিন আগে ঢাকায় এসেছেন ইধিকা। ধানমন্ডির একটি প্রতিষ্ঠান উদ্বোধন করেছেন তিনি। জানা গেছে, ফরিদপুরে একটি ডকুমেন্টারি ফিল্মের শুটিং করতে যাবেন ইধিকা।

সম্প্রতি ইধিকা পাল অশ্লীল পোশাক পরেন বলে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে মন্তব্য করেন ডিপজল। তার উত্তরে এ অভিনেত্রী বলেছিলেন— ‘ওনাকে সিনেমার লর্ড বলা হয়। উনি বড়মাপের মানুষ। তাকে তো আমার আলাদা করে কিছু বলার নেই। আমি ইন্ডাস্ট্রিতে আসা ছোটখাটো একজন মানুষ। যতদূর ধারণা তিনি বলেছেন, আমি অশ্লীল পোশাক পরি।’

অশ্লীল কোনটা?- এমন প্রশ্ন ছুঁড়ে দিয়ে ইধিকা বলেন, ‘সামাজিকমাধ্যমে বা আমার এ পর্যন্ত যে কয়েকটা কাজ আছে তাতে অশ্লীলতা আছে বলে আমার মনে হয় না। উনি আমার চেয়ে অনেক সিনিয়র। তার থেকে এমন কথা আমি আশা করিনি।’

তিনি আরও বলেন, ‘অশ্লীল শুধু পোশাক-আশাকে হয় না। মানুষের আচরণেও হয়। আর পাবলিক প্ল্যাটফরমে একজন মেয়ের পোশাক-আশাক নিয়ে মন্তব্য করাটা অশ্লীল আচরণ বলে মনে হয় আমার।’

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *