পাশের জেলা

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি সুবিধা পাবেন মহিলারা

বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, গত ১৬ বছর ধরে জামায়াতের কর্মীদের উপর অত্যাচার চালানো হয়েছে, তবে আমরা কেউই ভয় পায়নি। তিনি বলেন, জামায়াতে ইসলামী কারো ভয় দেখানোর ধার ধারেনা এবং জামায়াতে ইসলামী চাঁদাবাজি বা সন্ত্রাসী কার্যক্রমে জড়িত নয়।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখা আয়োজিত ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গত ১৬ বছরে জামায়াতকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তা সম্ভব হয়নি। জামায়াত এখন আগের চেয়ে অনেক শক্তিশালী হয়ে উঠেছে। সচিবালয়সহ দেশের বিভিন্ন জায়গায় এখন জামায়াতের আলোচনা চলছে। তিনি আরও উল্লেখ করেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে মহিলারা সবচেয়ে বেশি সুবিধা পাবেন, এবং অমুসলিমদেরও সমান নাগরিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হবে। জামায়াত ৩০০টি আসনে প্রার্থী ঘোষণা করলেও আগামী নির্বাচনে ইসলামপন্থী দলগুলোর ঐক্যের জন্য সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *