আন্তর্জাতিক

ব্যক্তিগত নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি

ডেস্ক রিপোর্ট: ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি তার ব্যক্তিগত নিরাপত্তা বিভাগের প্রধানকে বরখাস্ত করেছেন। বৃহস্পতিবার (৯ মে) ইউক্রেনের রাষ্ট্রীয় সুরক্ষা বিভাগের প্রধানের পদ থেকে সার্জি লিওনিডোভিচ রুডকে বরখাস্ত করার আদেশ জারি করা হয়।

এরআগে গত সপ্তাহে হত্যার চেষ্টার ষড়যন্ত্রের অভিযোগেে এই বিভাগের লিওনিডোভিচ রুডসহ দুই কর্মকর্তাকে আটক করা হয়।

গত মঙ্গলবার ইউক্রেনের এসবিইউ সিকিউরিটি সার্ভিস জেলেনস্কি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের হত্যার একটি রাশিয়ান চক্রান্ত নস্যাৎ করার ঘোষণা দেওয়ার পর এই ঘোষণা আসলো।

ইউক্রেনের এসবিইউ সিকিউরিটি সার্ভিস জানায়, রাশিয়ার এফএসবি সুরক্ষা পরিষেবাকে গোপন তথ্য দেওয়ার সন্দেহে দেহরক্ষী বিভাগের দুই কর্নেলকে আটক করা হয়েছে।

তাদের মধ্যে একজন এজেন্টকে আক্রমণ চালানোর জন্য ব্যক্তিগতভাবে রকেট রাউন্ড, ড্রোন এবং অ্যান্টি-পারসনেল মাইন সরবরাহ করেছিল।

৪৭ বছর বয়সী রুড ২০১৯ সাল থেকে বিভাগটির প্রধানের দায়িত্ব পালন করছিলেন। যা রাষ্ট্রপতি ও অন্যান্য সিনিয়র কর্মকর্তা এবং তাদের পরিবারের ব্যক্তিগত নিরাপত্তা তত্ত্বাবধান করে আসছিলো।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *