সারাদেশ

‘রবীন্দ্র সঙ্গীত শুধু শিল্প-সংস্কৃতির অংশ নয়, এটি জঙ্গিবাদের বিপক্ষে আন্দোলন’

ডেস্ক রিপোর্ট: ‘রবীন্দ্র সঙ্গীত শুধু শিল্প-সংস্কৃতির অংশ নয়, এটি জঙ্গিবাদের বিপক্ষে আন্দোলন’

ছবি: বার্তা২৪.কম

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, রবীন্দ্র সঙ্গীত নিয়ে যে উৎসব বা আয়োজন তা শুধু শিল্প সংস্কৃতির অংশ নয় এটি একটি আন্দোলন যা উগ্রবাদ জঙ্গিবাদের বিপক্ষে। রবীন্দ্রনাথ, রবীন্দ্র সঙ্গীত ও বাংলাদেশের অস্তিত্ব একই সুরে বাঁধা। রবীন্দ্রনাথ, রবীন্দ্র সঙ্গীতকে ঘিরে এই আয়োজন এবং এই আন্দোলন আরো সামনে এগিয়ে নিতে হবে। 

শুক্রবার (১০ মে) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে জাতীয় রবীন্দ্র সঙ্গীত উৎসবের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা।

প্রতিমন্ত্রী বলেন, বাঙালিরা স্বাধীন জাতিসত্ত্বার কথা চিন্তা করে প্রথমে। ভাষা ও রবীন্দ্র সঙ্গীত চর্চায় যখন বাঁধা আসে তখন প্রতিবাদের শুরু হয়।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৫ বছরে উন্নয়নের জায়গা থেকে আমরা অনেক কিছু অর্জন করেছি। সামনে আমাদের দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের অনেক বেশি বিনিয়োগ দরকার। তবে সেই বিনিয়োগ শুধু অর্থের নয়, আমাদের আরো বেশি প্রচেষ্টা, সময়, শ্রম ও মেধা এখানে বিনিয়োগ করতে হবে।

এসময় তিনি রবীন্দ্র সঙ্গীত এবং আমাদের শিল্প-সাহিত্য ও সংস্কৃতি চর্চার যত আয়োজন তা গোটা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য সরকারিভাবে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।

তিন দিন ব্যাপী এ অনুষ্ঠানের দ্বিতীয় দিনে সংগঠনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা জানানো হয় শিল্পী ইফফাত আরা দেওয়ানকে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থার সভাপতি সাজেদ আক্তার, সাধারণ সম্পাদক ড. মঞ্জুর হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য শেষে দেশের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন থেকে মনোজ্ঞ রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।

মোটরসাইকেলে কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবকের মৃত্যু, তরুণী হাসপাতালে

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন বিশ্বরোড এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় রাহুল (২৮) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। মোটরসাইকেলের পেছনে বসা অর্পিতা নামে এক তরুণী আহত হয়েছেন।

শুক্রবার (১০ মে) রাত আটটার দিকে নিমতলা বিশ্বরোড সংলগ্ন ফায়ার সার্ভিস ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাহুল নগরীর চকবাজার চেরাগি পাহাড় রাজা পুকুর পাড় এলাকার বাসিন্দা। আহত অর্পিতা কোতোয়ালীর গোয়ালপাড়া এনায়েত বাজার রাজমহর সরকারের বাড়ির রিপন সরকারের মেয়ে। তারা সম্পর্কে প্রেমিক-প্রেমিকা বলে জানা গেছে।

ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিসের সদস্য মফিজুর রহমান।

তিনি বার্তা২৪.কম-কে বলেন, আমরা তখন ক্যাম্পে ছিলাম। হঠাৎ শব্দ শুনে গিয়ে দেখি রাস্তার মধ্যে রক্তাক্ত অবস্থায় একটি মোটরসাইকেলসহ যুবক ও তরুণী পড়ে আছেন। একজন অন্যজনের হাত ধরা ছিল। প্রথমে আমরা ছেলেটি উদ্ধার করে গাড়িতে তুলি, তারপরও মেয়েটিকেসহ দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যায়। জরুরি বিভাগের নেওয়ার পর চিকিৎসক ছেলেটিতে মৃত ঘোষণা করেন এবং মেয়েটিতে ওয়ার্ডে ভর্তি দেন।

ছেলেটি মোটরসাইকেল চালাচ্ছিলেন, মেয়েটি পেছনে বসা ছিল। ধারণা হচ্ছে, একটি দ্রুত গতির কাভার্ড ভ্যান মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ছেলেটির কোমড়ে প্রচন্ড আঘাত পেয়েছে। বাম পাও ভেঙে গেছে। মেয়েটিও পায়ের আঘাত পেয়েছে। ওদের পরিবারের সঙ্গে কথা বলে যতটুকু বুঝেছি, তারা স্বামী-স্ত্রী না। অনেকদিনের পরিচিত, অর্থাৎ প্রেমিক-প্রেমিকা বলে মনে হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের এ সদস্য।

মৃত্যুর বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) নুরুল আলম আশিক। 

তিনি বলেন, ‘কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাহুল নামে একজনকে মৃত ঘোষণা করে এবং অর্পিতাকে ২১ নাম্বার ওয়ার্ডে ভর্তি দেন।’ 

;

পর্দা উঠলো ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলীখেলার ৬৯তম আসরের

ছবি: বার্তা২৪.কম

কক্সবাজারে শুরু হয়েছে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলীখেলা ও বৈশাখী মেলা। এটি এই খেলার ৬৯তম আসর। 

শুক্রবার (১০ মে) বিকেলে বেলুন উড়িয়ে কক্সবাজারের বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে খেলা ও মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। শনিবার (১১ মে) বিকেলে পুরস্কার বিতরণের মাধ্যমে বলী খেলা সমাপ্ত হবে।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন জানান, এবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৪০০ জন বলি খেলায় অংশ নিতে রেজিস্ট্রেশন করেছেন। এবছর বলি খেলার অন্যতম আকর্ষণ চট্টগ্রামের জব্বারের বলি খেলার চ্যাম্পিয়ন বলি বাঘা শরীফের অংশগ্রহণ। তিনি কুমিল্লার বাসিন্দা। এছাড়াও, বিগত আসরের চ্যাম্পিয়ান উখিয়ার নুর মোহাম্মদ বলি, শামসু বলি ও জীবন বলি খেলায় অংশ নিচ্ছেন।

এদিকে, বলি খেলার পাশাপাশি আয়োজিত বৈশাখী মেলায় রয়েছে- নাগরদোলা, হস্ত, কুটির, তাঁত শিল্পসহ নানা ধরনের পণ্যের স্টল।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাহিদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট, বলী খেলা উপ-কমিটির সদস্য সচিব হেলাল উদ্দিন কবির প্রমুখ।

প্রসঙ্গত, কক্সবাজারের ইতিহাস ও ঐতিহ্যের এক অনন্য অংশ ডিসি সাহেবের বলি খেলা। ১৯৫৬ সালে কক্সবাজার মহকুমা থাকাবস্থায় ‘এসডিও সাহেবের বলি খেলা’ নামে এ খেলার প্রবর্তন হয়। ১৯৮৪ সালে কক্সবাজার জেলায় রূপান্তর হওয়ার পর ‘এসডিও সাহেবের বলী খেলার’ নাম বদলে ‘ডিসি সাহেবের বলি খেলা’ করা হয়।

;

ময়লার ঝুড়িতে মিলল ৭০ লাখ টাকার সোনা

ময়লার ঝুড়িতে মিলল ৭০ লাখ টাকার সোনা

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের বাথরুমের কমোডের পাশের ঝুড়িতে মিলল ২৪ ক্যারেটের ৭টি সোনার বার। ৮১৬ গ্রামের ওই সোনার দাম প্রায় ৭০ লাখ টাকা।

শুক্রবার (১০ মে) রাত ৯টা ২০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের যৌথ অভিযান চালিয়ে এসব সোনার বার উদ্ধার করে।

স্বর্ণগুলো এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের জি৯-৫২০ ফ্লাইটে আসা কোনো যাত্রী নিয়ে এসেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিমানবন্দরের আন্তর্জাতিক আগমনি ১ নম্বর কনভেয়ার বেল্টের পাশের ওয়াশরুমের ঝুড়িতে একটি সিগারেটের প্যাকেটে স্বর্ণগুলো ছিল। একটি সোনার বারের দাম প্রায় ১০ লাখ টাকা। সে হিসেবে ৭টি বারের দাম ৭০ লাখ টাকা।

;

পার্বত্য চট্টগ্রামে তুলা চাষ বাড়াতে কৃষক সমাবেশ

ছবি: বার্তা২৪.কম

পার্বত্য চট্টগ্রামে তুলা চাষ বৃদ্ধি ও কৃষকদের দারিদ্র্য বিমোচন প্রকল্পের আওতায় বান্দরবানের আলীকদম উপজেলায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ মে) দুপুর ২ টায় বান্দরবান তুলা উন্নয়ন বোর্ডের আয়োজনে আলীকদম উপজেলার সদর ইউনিয়নের কলারঝিরি জবিরাম কারবারি পাড়া হলরুমে ১০০ জন কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এই সময় তুলা উন্নয়ন বোর্ডের বান্দরবান জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ মো. আলমগীর হোসেন মৃধা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রকল্পের তুলা উন্নয়ন কর্মকর্তা নুম্যামং মার্মা ও তুলা চাষিরা।

এই সময় প্রধান অতিথি তুলা উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ মো. আলমগীর হোসেন মৃধা বলেন, তুলা একটি অর্থকরী ফসল। পার্বত্যাঞ্চলের মাটি তুলার সঙ্গে মিশ্র চাষে উপযোগী। পাহাড়ের অনাবাদি ও জুমে মিশ্রচাষে সম্ভাবনার ফসল তুলা। এটি চাষ করে এখানকার চাষিরা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে। আলীকদম উপজেলা থেকে প্রায় বছরে ৩ টন তুলা উৎপাদন হচ্ছে। প্রতি কেজি ৯৫ টাকা বিক্রি করছেন চাষীরা। 

;

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *