আন্তর্জাতিক

ইউক্রেনের পাঁচ গ্রাম রাশিয়ার দখলে

ডেস্ক রিপোর্ট: ইউক্রেনের খারকিভ অঞ্চলের পাঁচটি গ্রাম দখল করেছে রাশিয়া। এদিকে, রুশ সীমান্তে ইউক্রেনের ড্রোন ও মিসাইল হামলায় পাঁচ জন নিহত হয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

শনিবার (১২ মে) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনের খারকিভ অঞ্চলের প্লেটেনিভকা, ওহিরসেভ, বোরিসিভকা, পাইলনা ও স্ট্রিলেচনা নামের গ্রাম দখল করেছে রুশ বাহিনী। এই গ্রামগুলো রাশিয়ার সীমান্তে অবস্থিত।

প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, দানেস্ক অঞ্চলের কেরামিক নামের গ্রামটিও দখল করেছে রুশ বাহিনী। 

এদিকে, রাশিয়া সীমান্ত প্রদেশ বেলগোরোড, কুরস্ক ও দানেস্ক শহরে ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে ইউক্রেন। এরমধ্যে দানেস্ক শহরের একটি রেস্তোরাঁয় মিসাইল হামলার আঘাতে তিন বেসামরিক নাগরিক নিহত এবং আটজন আহত হয়েছেন। ইউক্রেনের ড্রোন হামলায় বেলগোরোড ও কুরস্ক অঞ্চলে নিহত হয় আরও দুজন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এসব অঞ্চলে তারা ইউক্রেনের ২১টি রকেট এবং ১৬টি ড্রোন ভূপাতিত করেছে। 

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *