খেলার খবর

আইপিএলের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটকে মেলাতে চান না শান্ত 

ডেস্ক রিপোর্ট: আইপিএলে আড়াইশোর বেশি রান হচ্ছে নিয়মিতই। অনেকক্ষেত্রে এই স্কোরও ডিফেন্ড করাটাও অসাধ্যে পরিনত হয় বোলারদের জন্য। আইপিএল থেকে বাংলাদেশ জিম্বাবুয়ের সিরিজের দিকে তাকালে পার্থক্য আকাশ-পাতাল। জিম্বাবুয়ে আগে ব্যাট করলে রান হয় ১২০ থেকে ১৩০। বাংলাদেশের ক্ষেত্রে দেড়শোর আশেপাশে। যেটা জিম্বাবুয়ে তিন দিন চেজ করতে গিয়ে সফলতা পেয়েছে মাত্র একদিন। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও রানের রেঞ্জটা এমনই হবে, বড়জোর ১৫-২০ রান বাড়বে, এমনটাই মত টাইগার ক্যাপ্টেন নাজমুল শান্তের। বিশ্বকাপের আগে আরও একবার মনে করিয়ে দিলেন আন্তর্জাতিক ক্রিকেট আর ফ্রাঞ্চাইজি ক্রিকেট এক নয়। 

আইপিএলে ২০০-২৫০ রানের সেসব উইকেট থেকে আন্তর্জাতিক ক্রিকেটের উইকেটের বিস্তর ফারাক আছে বলে জানান শান্ত। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আইপিএল যে উইকেটে হয়েছে..আইপিএলের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট মেলানোই যাবে না। আমার মনে হয়, গত বছর পিএসএলেও এরকম রান হয়েছে, ২০০ প্লাস, আড়াইশ রানও হয়েছে। ’

আন্তর্জাতিকে ১৬০ থেকে ২০০ রানের সংগ্রহকে ভালো স্কোর মানছেন শান্ত। ‘আন্তর্জাতিকে আমি যতটুকু জানি ১৬০ থেকে ১৭৫-১৮০, ২০০ রান যদি কোনো দল করে এটা খুব ভালো স্কোর। এটা সচরাচর রেগুলার কিন্তু দেখা যায় না। আমার মনে হয় বিশ্বকাপে এরকমই রান হবে,  ১৬০-৮০ এর মধ্যেই থাকবে ভালো উইকেটে। এর ভেতরই বোলারদের ডিফেন্ড করতে হবে বা রান চেজ করতে হবে। আইপিএলের সঙ্গে তুলনা করাটা আমার মনে হয় না কখনোই যৌক্তিক।’

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *