পাঁচবিবিতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
ডেস্ক রিপোর্ট:
রাজশাহী থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মমেছা বেগম (৬৮) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মমেছা বেগম পাঁচবিবি উপজেলার বাগজানা মাস্টারপাড়া গ্রামের মৃত কফিল উদ্দিনের স্ত্রী।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আরিফ হোসেন বলেন, নিহত বৃদ্ধা ক্যানসার ও মাথার সমস্যাজনিত কারণে অসুস্থ ছিলেন। সে জন্য তিনি রাত ৩টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিকটবর্তী রেল লাইনে ঘুরতে যান। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি নিহত হন।
এ বিষয়ে জানতে চাইলে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আজ মঙ্গলবার ভোরে বৃদ্ধা মমেছা বেগম নিহত হন। কারও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আতাউর রহমান।
সংবাদটি প্রথম প্রকাশিত হয় ডেইলি জয়পুরহাট-এ।