খেলার খবর

দুটি প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের, ৩ দল পায়নি একটি ম্যাচও  

ডেস্ক রিপোর্ট: টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৩ দিন সময় হাতে রেখে আজ (শুক্রবার) বাংলাদেশ সময় ভোর ৪টা ২০ মিনিটে যুক্তরাষ্ট্রের টেক্সাসে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। বেশ কিছুটা সময় হাতে নিয়েই বিশ্বকাপের সহ-আয়োজক দেশটিতে পৌঁছাল শান্ত-সাকিবরা। কেননা যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে তাদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। এবার জানা গেল বিশ্বকাপের আগের নিজেদের ঝালিয়ে নিতে আরও দুটি ম্যাচ পাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। 

যুক্তরাষ্ট্র সিরিজের পর এবং বিশ্বকাপের মূলপর্ব শুরুর মাঝের সময়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এদিকে বিশ্বকাপের প্রস্তুতি পর্বের এই অংশে একটিও ম্যাচ পায়নি পাকিস্তান, নিউজিল্যান্ড ও বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। 

ভারতের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, এটি জানা গিয়েছিল আগেই। এবার গতকাল এক বিবৃতিতে আইসিসি প্রস্তুতি পর্বের ম্যাচগুলোর সূচি প্রকাশ করলে জানা গেল তার দিনক্ষণও। ম্যাচটি হবে আগামী ১ জুন। তবে কোথায় এবং কখন শুরু হবে তা এখনো নিশ্চিত করে জানায়নি আইসিসি। 

এদিকে প্রস্তুতি অংশে বাংলাদেশের আরেকটি ম্যাচ যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ম্যাচটি নিয়ে আপত্তি জানিয়েছিল বিসিবি। কেননা বিশ্বকাপের সহ-আয়োজক দেশটির সঙ্গে এর আগে সিরিজ খেলবে বাংলাদেশ। অবশ্য শেষ পর্যন্ত প্রস্তুতি সূচিতে উঠে গেছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ম্যাচের দিনক্ষণ। সেই ম্যাচটি আগামী ২৮ মে। 

আগামী ২৭ জুন শুরু হয়ে ১ জুন পর্যন্ত চলবে বিশ্বকাপের মোট ১৭টি প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, অস্ট্রেলিয়া, কানাডা, নেপাল, নেদারল্যান্ডস, ওমান, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা, উগান্ডা ও স্বাগতিক যুক্তরাষ্ট্র খেলবে দুটি করে প্রস্তুতি ম্যাচ। এদিকে নামিবিয়া খেলবে সর্বোচ্চ তিনটি ম্যাচ। আরেক সহ-আয়োজক ওয়েস্ট ইন্ডিজ, ভারত, আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা খেলবে একটি ম্যাচ। এর মধ্যে প্রোটিয়ারা আবার খেলবে নিজেদের মধ্যেই দুই দলে ভাগ হয়ে। 

যুক্তরাষ্ট্রের দুটি মাঠ টেক্সাস, ফ্লোরিডায় এবং ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর দুটি মাঠ ব্রায়ান লারা একাডেমি ও কুইন্স পার্ক ওভালে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। 

এক নজরে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি। 

২৭ মে

কানাডা-নেপাল, টেক্সাস

ওমান-পাপুয়া নিউগিনি, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (ব্রায়ান লারা একাডেমি)

নামিবিয়া-উগান্ডা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (ব্রায়ান লারা একাডেমি)

২৮ মে

শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস, ফ্লোরিডা

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র, টেক্সাস

অস্ট্রেলিয়া-নামিবিয়া, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (কুইন্স পার্ক ওভাল)

২৯ মে

দক্ষিণ আফ্রিকা আন্তস্কোয়াড, ফ্লোরিডা

আফগানিস্তান-ওমান, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (কুইন্স পার্ক ওভাল)

৩০ মে

নেপাল-যুক্তরাষ্ট্র, টেক্সাস

স্কটল্যান্ড-উগান্ডা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (ব্রায়ান লারা একাডেমি)

নেদারল্যান্ডস-কানাডা, টেক্সাস

নামিবিয়া-পাপুয়া নিউগিনি, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (ব্রায়ান লারা একাডেমি)

ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (কুইন্স পার্ক ওভাল)

৩১ মে

আয়ারল্যান্ড-শ্রীলঙ্কা, ফ্লোরিডা

স্কটল্যান্ড-আফগানিস্তান, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (কুইন্স পার্ক ওভাল)

১ জুন

বাংলাদেশ-ভারত, যুক্তরাষ্ট্র (ভেন্যু চূড়ান্ত হয়নি)

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *