আন্তর্জাতিক

শান্তিরক্ষা মিশনে যোগ দিতে দেশ ছাড়লেন ১৮০ পুলিশ সদস্য

ডেস্ক রিপোর্ট: কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের (এমওএনইউএসসিও) দায়িত্ব পালনে কঙ্গোর রাজধানী কিনশাসার উদ্দেশ্যে দেশ ছাড়লেন বাংলাদেশ পুলিশের ১৮০ সদস্য।

সোমবার (২৭ মে) দুপুর ১২টা ৪০ মিনিটে একটি বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের এআইজি মিডিয়া পুলিশ সুপার ইনামুল হক সাগর।

তিনি বলেন, মিশনগামী বাংলাদেশ পুলিশের ১৮০ সদস্য বাংলাদেশ ফরমেড পুলিশ ইউনিট (ব্যানএফপিইউ-১) এর ১৬তম রোটেশনে স্থলাভিষিক্ত হবেন।

বাংলাদেশ পুলিশের এ ফরমড্ পুলিশ ইউনিটির কমান্ডিং অফিসার হিসেবে নেতৃত্ব দিচ্ছেন পুলিশ সুপার (এসপি) কাজী রুবাইয়াত রুমি।

মিশনগামী পুলিশ সদস্যদের বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি মো. আনোয়ার হোসেন এবং ওভারসিস অ্যান্ড ইউএন অপারেশন শাখার কর্মকর্তারা।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীগণ বিগত ৩৫ বছর ধরে প্রতিকূল পরিস্থিতিতে অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে বিশ্বের যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে জাতিসংঘের ম্যান্ডেট অনুযায়ী শান্তিরক্ষায় নিয়োজিত থেকে বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনছেন।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *