খেলার খবর

আউটকাম নিয়ে ভাবাটা আমি পছন্দ করি না: শান্ত

ডেস্ক রিপোর্ট: পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। এর ঠিক আগে বিসিবি থেকে প্রকাশিত হচ্ছে ‘গ্রিন রেড স্টোরি’ শিরোনামে ধারাবাহিক সাক্ষাৎকার। যেখানে বাংলাদেশ স্কোয়াডের ক্রিকেটাররা নিজেদের লক্ষ্য, ভাবনা ও উদ্দেশ্য নিয়ে কথা বলেছেন। এবারের পর্বে দলের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারাটা সব ক্রিকেটারের জন্যই গর্বের, আর তা যদি হয় বিশ্বকাপের মতো বড় মঞ্চে তাহলে তো আরও বেশি গর্বের। শান্ত বলেন, ‘টিমের হয়ে প্রতি ম্যাচেই কন্ট্রিবিউট করতে চাই। ক্যাপ্টেন হয়ে যাওয়াতে খুব বেশি যে দায়িত্ব বেড়ে গেছে জিনিসটা সেরকম না। আমি প্রত্যেকটা সময় এঞ্জয় করতে চাই এবং টিমকে যেন কিছু একটা দিতে পারি এটাই আমার মূল লক্ষ্য থাকবে।‘

স্কোয়াডে সবচেয়ে অভিজ্ঞ বলতে আছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। এই দুইজনের দলে ত্থাকাটাও বড় একটা শক্তি। অধিনায়ক বলেন, ‘অনেক বড় একটা প্লাস পয়েন্ট এ ধরণের ক্রিকেটার যখন টিমে থাকে। দলের নতুন তরুণরা তাদের থেকে অনুপ্রেরণা পাবে আমার কাছে মনে হয়। পাশাপাশি তাদের ক্যাপ্টেনসি করারও অভিজ্ঞতা আছে, তাই আমি আশা করি টাফ টাইমে যেকোনো ধরণের হেল্প আমাকে তারা করবেন।‘

দলের সকলের প্রতিই তিনি সমান আশাবাদী। তবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের থেকে তার আকাঙ্ক্ষা একটু হলেও বেশি, ‘আলাদাভাবে যদি বলেন সাকিব ভাইয়ের এক্সপেরিয়েন্সটা যদি টিমের সবার সাথে তিনি শেয়ার করেন তাহলে বাকিরা অনেক উপকৃত হবে। অলরেডি সেটা উনি করেনও। আলাদাভাবে তার কাছ থেকে এটাই চাওয়া থাকবে।‘

ফলাফল নিয়ে আগেই বেশি ভাবতে চান না শান্ত। নিজেদের খেলাটার প্রতি মনোযোগী থাকতে হবে এমনটাই বলেন তিনি, ‘আউটকাম নিয়ে চিন্তা করাটা আমি খুব একটা পছন্দ করিনা। আমাদের প্রসেসটা আর  প্রিপারেশনের জায়গায় আমরা যদি কাজগুলো ঠিকভাবে করতে পারি তাহলে আমার মনে হয় রেজাল্টটা ভাল আসবে।‘

দেশের বাইরে দর্শকদের সমর্থন পাওয়াটা খুব সৌভাগ্যের ব্যাপার বলে জানালেন অধিনায়ক, ‘দেশের বাইরে যখন সাপোর্টাররা সাপোর্ট করেন এটা একটা বাড়তি অনুপ্রেরণা। আমাদের দেশে মানুষ যেভাবে ক্রিকেট ফলো করে ক্রিকেটের পাশে থাকে এটা অবশ্যই টিমকে ইন্সপায়ার করে। আলাদা করে তাদের কাছে চাওয়া থাকবে আল্লাহ না করুক ওয়ার্ল্ডকাপে যদি কোনো খারাপ সিচুয়েশনে পরি, ওই সময়টায়ও যেন টিমের পাশে থাকে আর সাপোর্ট করে।‘

দল নিয়ে কতটুক আশা আছে তার এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘সম্ভাবনা আমি আসলে বলতেই চাই না। কারণ আপনিও চান যে বাংলাদেশ টিম কাপ জিতুক, সবাই তাই চায়। ক্যাপ্টেন হিসেবে আমার কাছে সবচেয়ে বেশি ইম্পরট্যান্ট হলো  আমরা আমাদের প্রিপারেশন ঠিকমতো নিয়েছি কিনা, আমাদের ছোট ছোট কাজগুলা করছি কিনা, আমাদের প্রসেসটা ঠিকাছে কিনা। এই জিনিসগুলা যদি আমরা ঠিকমতো করতে পারি ঠিকভাবে মেইন্টেন করতে পারি, প্রত্যেক ম্যাচে আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, রেজাল্ট উইল কাম।‘

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *