ইসরায়েলকে হাসপাতাল জিম্মির দায়ে অভিযুক্ত করেছে ফিলিস্তিন
ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলকে গাজার হাসপাতাল জিম্মির দায়ে অভিযুক্ত করা হয়েছে। আন্তর্জাতিকভাবে সহানুভূতি পেতেই বেসামরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার কথা বলেছে বলেও জানায় প্রশাসন।
শুক্রবার (১০ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানিয়েছে।
ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয় বলছে, গাজায় ইসরায়েল হাসপাতালগুলোকে চাঁদাবাজির জন্য অবরোধ করে রেখেছে।
ইসরায়েল রাজনৈতিক লাভের আশায় আন্তর্জাতিক সম্প্রদায়কে ব্ল্যাকমেইল করতে এবং গণহত্যার নতুন পর্বে ফিলিস্তিনিদের দক্ষিণে চলে যেতে বাধ্য করতেই হাসপাতালে অবরোধ চালিয়ে যাচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
গাজা উপত্যকায় প্রতিদিন ৪ ঘণ্টা বিরতি দিতে রাজি হয়েও হাসপাতালগুলোতে হামলা চালানো বন্ধ করেনি ইসরায়েল। সর্বশেষ আল শিফা হাসপাতালে ভয়াবহ হামলা চালিয়েছিল ইসরায়েলি সেনারা।
উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে গাজা উপত্যকায় প্রতিদিন ৪ ঘণ্টা বিরতি দিতে রাজি হয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি এক বিবৃতিতে জানিয়েছেন, এখন থেকে প্রতিদিন বিরতি শুরুর তিন ঘণ্টা আগে সেই বিরতির সময় জানানো হবে।
গত ৭ অক্টোবর ইসরায়েল-হামাসের সংঘাতে নিহত হয়েছেন ১ হাজার ৪০০ জনেরও বেশি ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক। এছাড়া হামলার প্রথম দিনই ইসরায়েল থেকে অন্তত ২৪২ জনকে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে গেছে হামাস যোদ্ধার।
অন্যদিকে, ইসরায়েলি বিমান বাহিনীর অভিযানে গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১০ হাজার। এই নিহতদের অর্ধেকেরও বেশি শিশু ও নারী।
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।