আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৭ ফিলিস্তিনি নিহত

ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর বর্বর হামলায় আরও ৩৭ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মে) সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ গাজা শহরের কেন্দ্রস্থলে আশ্রয় নেওয়া বেসামরিক নাগরিকদের তাবুতে ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যরা বোমাবর্ষণ করে। এ ঘটনায় ৩৭ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা মিশরের সাথে গাজার সীমান্ত নিয়ন্ত্রণ দখলে নিয়েছে। তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৩৬ হাজার ১৭১ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। এদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ৮১ হাজার ৪২০ জন।

এদিকে গাজায় ইসরায়েলি বর্বরতার মধ্যেই মঙ্গলবার (২৮ মে) ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে। এ নিয়ে মোট ১৪৫টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।

গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *