খেলার খবর

বাফুফের দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণের দাবি

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি ও অর্থ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদীসহ দুর্নীতিবাজ কর্মকর্তাদের সংস্থাটি থেকে অপসারণের দাবি জানিয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলাররা।

বৃহস্পতিবার (৩০ মে) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ‘সাবেক ফুটবল খেলোয়ারবৃন্দ’র ব্যানারে আয়োজিত ‘ঘোর অমানিশায় দেশের ফুটবল’ শীর্ষক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান।

এ সময় জাতীয় দলের সাবেক ফুটবলার শামসুল আরেফিন টুটুল, শামসুল আলম মঞ্জু, আব্দুল গাফ্ফার, মো. আবু ইউসূফ, আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, কাজী আনোয়ার, আরমান মিয়াসহ সাবেক ফুটবলাররা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সাবেক ফুটবলাররা বলেন, দেশের ফুটবলকে এগিয়ে নিতে ও সমৃদ্ধ করতে বাফুফে ব্যর্থ। এর জন্য দায়ী বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও অর্থ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদীসহ দুর্নীতিবাজ কর্মকর্তারা। দেশের ফুটবলের স্বার্থে এসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত ও শাস্তি এবং তাদের বাফুফে থেকে অপসারণ প্রয়োজন।

তারা আরও বলেন, গত ১৬ বছরে বাফুফে দেশের ফুটবলের উন্নয়নে ব্যর্থ। জেলা ও বিভাগীয় পর্যায়ে ফুটবল উন্নয়নে নেই কোনো পরিকল্পনা। এই নিয়ন্ত্রণ সংস্থাটি সারাদেশে স্কুল ফুটবল টুর্নামেন্ট প্রচলন করতে পারেনি। যথাযথ অর্থে ফুটবল একাডেমি চালু করেও নামকাওয়াস্তে চলছে এলিট একাডেমি।

এ সময় সাবেক ফুটবলার আরমান মিয়া বলেন, আজকে ১৬ বছর ধরে তারা বাফুফের কমিটিতে রয়েছে। কিন্তু ফুটবলের কোনো উন্নতি হয়নি। বরং নানা সময়ে দুর্নীতির অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে। আর কত বছর তারা ক্ষমতায় থাকলে দুর্নীতি বন্ধ করতে পারবেন? আমরা এই দুর্নীতিবাজদের বিচার চাই।

কাজী আনোয়ার বলেন, সবাই জানতে চায় দেশের ফুটবলের এমন অবস্থা কেন? ফুটবলাররা কিছু করতে পারেন না কেন? তারা কিছু করতে পারেন না কারণ, যারা ফুটবল চালান তারা ঠিকভাবে চালাতে পারেন না। আপনারা (বাফুফের কর্মকর্তা) যদি ঠিকভাবে চালাতে না পারেন তাহলে পদত্যাগ করেন।

সামসুল আরেফিন টুটুল বলেন, বর্তমানে দেশের ফুটবলের যে অবস্থা তাতে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, যারা খেলেন তাদেরও ভাবমূর্তি নষ্ট হচ্ছে। অনিয়মের দায়ে সালাম মুর্শেদীকে প্রায় ১৩ লক্ষ টাকা জরিমানা করেছে ফিফা। কিন্তু দেশে তার বিরুদ্ধে কোনো তদন্ত হয়নি। আমরা এসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের বাফুফে থেকে অপসারণ চাই।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *