খেলার খবর

বাংলাদেশ দলে ফিরলেন মোরসালিন, বাদ পড়লেন জিকো

ডেস্ক রিপোর্ট: ফিফা ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে ম্যাচ আছে বাংলাদেশের। ম্যাচ দুটিকে মাথায় রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যেখানে আছে একের অধিক চমক!

স্কোয়াডে ফেরত্র এসেছেন বাংলাদেশ দলের স্টারবয় শেখ মোরসালিন। অপরদিকে দল থেকে বাদ পড়েছেন দলের অভিজ্ঞ গোলরক্ষক আনিসুর রহমান জিকো।

চলতি মৌসুমের শেষ কয়েক ম্যাচে দলের সঙ্গে মাঠে নেমেছিলেন জিকো। মদকাণ্ডের বেশ কয়েকদিন পর নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে নামার সুযোগ হয় তার। যদিও ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচে তাকে একাদশে সুযোগ দেননি কোচ হাভিয়ের কাবরেরা। জিকোর বাদ পড়ায় কপাল খুলেছে মোহামেডানের গোলরক্ষক সুজন হোসেনের।

প্রথম লেগে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে ৭-০ গোলের স্বাদ হজম করেছিল বাংলাদেশ। এবারের ম্যাচটি হবে ঢাকায় বসুন্ধরা কিংস অ্যারেনায়। আগামী ৬ জুন বাংলাদেশ সময় বিকেল ৪ টা ৪৫ মিনিটে মাঠে গড়াবে ম্যাচটি।

লেবাননের বিপক্ষে ম্যাচটি হবে আগামী ১১ জুন। সেটি অনুষ্ঠিত হবে লেবাননের মাঠে। ঘরের মাটিতে লেবাননকে প্রথম লেগে ১-১ গোলে রুখে দেওয়া বাংলাদেশ এবার প্রতিপক্ষের মাটিতে যেয়েও দারুণ কিছুর স্বপ্ন দেখছে।

অস্ট্রেলিয়া ও লেবানন ম্যাচের জন্য বাংলাদেশ স্কোয়াড ঃ

গোলরক্ষক- মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ, সুজন হোসেন

ডিফেন্ডার- বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, মেহেদী হাসান, তারিক কাজী, রহমত মিয়া, ইসা ফয়সাল, শাকিল হোসেন, সাদ উদ্দিন, তপু বর্মণ ও সুশান্ত ত্রিপুরা।

মিডফিল্ডার- সোহেল রানা, হৃদয়, সোহেল রানা, মজিবুর রহমান জনি, চন্দন রায়, জামাল ভূইয়া, কাজেম শাহ কিরমানি।

ফরোয়ার্ড- শেখ মোরসালিন, রাকিব হোসেন, আব্দুল্লাহ, শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম ও রাব্বি হোসেন রাহুল।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *